অ্যাস্টোরিয়ায় জালালাবাদ এসোসিয়েশন অব আমেরিকা ইনকের নিজস্ব ভবন ক্রয়
বাংলা চ্যানেল নিউ ইয়র্ক প্রতিনিধি: প্রতিশ্রুতি অনুযায়ী জালালাবাদ এসোসিয়েশন অব আমেরিকা ইনকের নিজস্ব ভবনের পরিকল্পনা বাস্তবায়ন করলেন সংগঠনটির এবারের নির্বাচিত সাধারণ সম্পাদক মইনুল ইসলাম। নিউ ইয়র্কে প্রবাসী বাঙালিদের অন্যতম বড় সংগঠন জালালাবাদ এসোসিয়েশন অব আমেরিকা ইনকের নিজস্ব ভবন ক্রয় করা হয়েছে।
গতকাল (২৯ আগস্ট) নির্বাচিত নতুন কমিটির শপথ গ্রহণ ও অভিষেক অনুষ্ঠানের পর রূপসী বাংলাকে এই তথ্য জানিয়েছেন সাধারণ সম্পাদক মইনুল ইসলাম।
জালালাবাদ এসোসিয়েশন অব আমেরিকা ইনকের নতুন কেনা নিজস্ব এই ভবনটির ঠিকানা অ্যাস্টোরিয়ার ৩৬০৭ এর ৩১তম স্ট্রিট, নিউ ইয়র্ক ১১১০৬।
নিজস্ব এই ভবন ক্রয় করবার সময় সাধারণ সম্পাদক মইনুল ইসলামের সঙ্গে ছিলেন জালালাবাদ এসোসিয়েশন অব আমেরিকা ইনকের বিদায়ী কমিটির সভাপতি ময়নুল হক চৌধুরী (হেলাল) এবং বিদায়ী কমিটির সাধারণ সম্পাদক মিজানুর রহমান চৌধুরী (শেফাজ)।
গেল ২২ মে জালালাবাদ এসোসিয়েশন অব আমেরিকা ইনকের নির্বাচনের আগে রূপসী বাংলার সঙ্গে এক একান্ত সাক্ষাৎকারে সাধারণ সম্পাদক প্রার্থী নিউ ইয়র্কের রিয়েল এস্টেট প্রতিষ্ঠিত ব্যবসায়ী মইনুল ইসলাম প্রতিশ্রুতি দিয়ে বলেছিলেন, তিনি নির্বাচিত হলে জালালাবাদ এসোসিয়েশন অব আমেরিকা ইনকের নিজস্ব ভবন বানিয়ে দেবেন। নির্বাচিত হওয়ার মাত্র তিন মাসের মাথায় তিনি তার প্রতিশ্রুতি রক্ষা করে সংগঠনটির নিজস্ব ভবন করে দিলেন।