Our Concern
Ruposhi Bangla
Hindusthan Surkhiyan
Radio Bangla FM
Third Eye Production
Anuswar Publication
Ruposhi Bangla Entertainment Limited
Shah Foundation
Street Children Foundation
October 16, 2024
হেডলাইন
Homeবাংলাদেশআওয়ামী লীগের মনোনয়ন থেকে বাদ পড়েছেন ৩ প্রতিমন্ত্রীসহ ৭১ এমপি

আওয়ামী লীগের মনোনয়ন থেকে বাদ পড়েছেন ৩ প্রতিমন্ত্রীসহ ৭১ এমপি

আওয়ামী লীগের মনোনয়ন থেকে বাদ পড়েছেন ৩ প্রতিমন্ত্রীসহ ৭১ এমপি

আগামী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতার জন্য ২৯৮ আসনে দলীয় প্রার্থীদের নাম ঘোষণা করেছে আওয়ামী লীগ। এর মধ্যে কুষ্টিয়া-২ ও নারায়ণগঞ্জ-৫ আসনে মনোনীত প্রার্থীর নাম পরে প্রকাশ হবে বলে জানানো হয়।

প্রার্থী তালিকায় বর্তমান সরকারের ৭১ জন সংসদ সদস্য এবার আওয়ামী লীগের মনোনয়ন পেতে ব্যর্থ হয়েছেন। পাশাপাশি মনোনয়ন থেকে বাদ পড়েছেন ৩ প্রতিমন্ত্রী। তারা হলেন- সংস্কৃতি প্রতিমন্ত্রী কে এম খালিদ, শ্রম প্রতিমন্ত্রী বেগম মন্নুজান সুফিয়ান এবং প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী জাকির হোসেন।

অন্যদিকে মনোনয়ন পেয়েছেন ৪ সাবেক আমলা। তারা হলেন-প্রধানমন্ত্রীর সাবেক মুখ্যসচিব এবং এসডিজি বিষয়ক সাবেক মুখ্য সমন্বয়ক আবুল কামাল আজাদ, সাবেক সচিব সৌরেন্দ্রনাথ চক্রবর্তী, সরকারি কর্ম কমিশনের (পিএসসি) সাবেক চেয়ারম্যান মোহাম্মদ সাদিক ও সাবেক জ্যেষ্ঠ সচিব সাজ্জাদুল হাসান।

গতকাল বঙ্গবন্ধু এভিনিউয়ে আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ে চূড়ান্ত প্রার্থী তালিকা ঘোষণা করেন দলটির সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। প্রার্থী ঘোষণার পর উচ্ছ্বাস প্রকাশ প্রকাশ করেন মনোনয়ন পাওয়া নেতারা। অনুসারীদেরও আনন্দ-উল্লাস করতে দেখা যায়।

সকাল থেকে মনোনয়ন পাওয়া নেতাকর্মীরাও ভিড় করেন দলীয় কার্যালয়ে। মনোনয়ন ঘোষণায় নেতাকর্মীদের স্লোগানে মুখরিত হয়ে ওঠে বঙ্গবন্ধু এভিনিউ চত্বর। প্রার্থীদের নামে স্লোগান দিতে থাকেন অনুসারীরা।

Share With:
Rate This Article
No Comments

Leave A Comment