Our Concern
Ruposhi Bangla
Hindusthan Surkhiyan
Radio Bangla FM
Third Eye Production
Anuswar Publication
Ruposhi Bangla Entertainment Limited
Shah Foundation
Street Children Foundation
December 6, 2024
হেডলাইন
HomeUncategorizedআটলান্টিক সিটির বোর্ড অব এডুকেশনের পর্ষদ সভা

আটলান্টিক সিটির বোর্ড অব এডুকেশনের পর্ষদ সভা

আটলান্টিক সিটির বোর্ড অব এডুকেশনের পর্ষদ সভা

আটলান্টিক সিটি প্রতিনিধি: আটলান্টিক সিটির বোর্ড অব এডুকেশনের পর্ষদ সভা অনুষ্ঠিত হয়েছে।

স্থানীয় সময় মঙ্গলবার (১৬ আগষ্ট) বিকেলে সিটির আটলান্টিক এভিনিউস্থ সিটি সেন্টার ভবনের বোর্ড অব এডুকেশনের সভা কক্ষে এই পর্ষদ সভা অনুষ্ঠিত হয়।

পর্ষদ সভা সঞ্চালনা করেন পর্ষদ সচিব এনজি ব্রাউন । সভায় পর্ষদ সভাপতি শে স্টিল, সহ-সভাপতি প্যাট্রিসিয়া বেইলি, সদস্য জন ডাবলিন, রুথ বায়ারড, সুব্রত চৌধুরী, টরেস মেফিল্ড, কাজী লিটন, ওয়ালটার জনসন উপস্থিত ছিলেন।

সভায় আটলান্টিক সিটি পাবলিক স্কুলের সুপারইনটেনডেন্ট ড. লা কোয়েটা স্মল তার প্রতিবেদন উপস্থাপন করেন।

অংশগ্রহনকারী পর্ষদ সদস্যরা সভার আলোচ্য সূচী অনুযায়ী বিভিন্ন বিষয়ে সুচিন্তিত মতামত দেন। তার আলোকে বিভিন্ন গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গৃহীত হয়।

পর্ষদ সভায় নিউ জারসি রাজ্যের পক্ষে তদারককারী মিসেস কেরল মরিস, বোর্ড অব এডুকেশন এর সলিসিটর, ব্যবসা প্রশাসকবৃন্দ সহ বিভিন্ন পদস্থ কর্মকর্তারা উপস্থিত ছিলেন। এছাড়া আটলান্টিক সিটির বিভিন্ন কমিউনিটির লোকজনও পর্ষদ সভায় অংশ নেন।

Share With:
Rate This Article
No Comments

Leave A Comment