Our Concern
Ruposhi Bangla
Hindusthan Surkhiyan
Radio Bangla FM
Third Eye Production
Anuswar Publication
Ruposhi Bangla Entertainment Limited
Shah Foundation
Street Children Foundation
September 20, 2024
হেডলাইন
Homeপ্রবাসআপন আলোয় উদ্ভাসিত নূহা চৌধুরী

আপন আলোয় উদ্ভাসিত নূহা চৌধুরী

আপন আলোয় উদ্ভাসিত নূহা চৌধুরী

নিউ জার্সি প্রতিনিধি: নিউ জার্সি রাজ্যের ভেটনর সিটির ভেটনর এডুকেশনাল কমিউনিটি কমপ্লেক্স স্কুলের শিক্ষার্থী নূহা চৌধুরী অষ্টম গ্রেডে তার অসামান্য কৃতিত্বের স্বীকৃতি স্বরূপ ‘আটলান্টিক কাউন্টি একাডেমিক অ্যাচিভমেন্ট পুরস্কার’ লাভ করেছে। এ উপলক্ষে নূহা যুক্তরাষ্ট্রের সিনেটর করি এ বুকার, কংগ্রেসম্যান জেফ ভেন ড্রিউ, নিউ জার্সি রাজ্য সিনেটর ভিন্স পলিসতিনা, এসেমবলিম্যান ডন গার্ডিয়ান, এসেমবলিওম্যান ক্লারি সুইফটসহ অন্যান্য আইন প্রণেতার কাছ থেকে প্রশংসাপত্র পেয়েছেন।

নূহার জন্ম ২০১০ সালে যুক্তরাষ্ট্রে। তার বাবা নূরুন্নবী চৌধুরী শামীম বাংলাদেশ এসোসিয়েশন অব সাউথ জারসির সিনিয়র সহসভাপতি এবং আটলান্টিক সিটির নগর দপ্তরের কর্মকর্তা ও মাতা সুরাইয়া ফারহানা স্কুল শিক্ষিকা।

নূহা লেখাপড়ার পাশাপাশি বিভিন্ন সৃষ্টিশীল কাজে নিজেকে জড়িত রেখেছিল। ভবিষ্যতে নূহা নাসার বিজ্ঞানী হতে চায়।
নূহার অসামান্য কৃতিত্বের পেছনে তার মার অবদানই সবচেয়ে বেশি। উত্তরসূরীদের উদ্দেশ্যে তার আহ্বান, সেরাটা দাও, সেরাটা পাবে।

Share With:
Rate This Article
No Comments

Leave A Comment