আফগানিস্তানে মেয়েদের ষষ্ঠ শ্রেণি পর্যন্ত পড়াশোনার অনুমতি
নারীদের পড়াশুনার ওপর নিষেধাজ্ঞা আরোপ করায় বিশ্বব্যাপী ব্যাপক সমালোচনার মুখে পড়ে আফগানিস্তানের তালেবান সরকার। তবে শেষমেশ এই নিষেধাজ্ঞা থেকে কিছুটা সরে এসেছে তালেবান। তবে তা শর্ত সাপেক্ষে।
তালেবানের পক্ষ থেকে এক নোটিশে বলা হয়েছে, সরকারি ও বেসরকারি স্কুলগুলোয় ষষ্ঠ শ্রেণি পর্যন্ত মেয়েরা পড়াশোনা চালিয়ে যেতে পারবে। তালেবানের শিক্ষা মন্ত্রণালয়ের পক্ষ থেকে এ ঘোষণা দেওয়া হয়েছে। গতকাল মঙ্গলবার ভারতীয় সংবাদমাধ্যম ফার্স্ট পোস্ট এ তথ্য জানিয়েছে।
এ ব্যাপারে ইতোমধ্যে একটি নির্দেশিকাও জারি করেছে দেশটির শিক্ষামন্ত্রণালয়। তবে পড়াশোনা শিখলেও স্কুলের পোশাক পাশ্চাত্য কায়দায় হওয়া চলবে না বলেও নির্দেশিকায় স্পষ্ট উল্লেখ করা হয়েছে।
তালিবানের শিক্ষামন্ত্রণালয়ের দেওয়া নির্দেশিকায় স্পষ্টত জানানো হয়েছে, মেয়েরা সরকারি অথবা প্রাথমিক স্কুলে প্রথম শ্রেণি থেকে ষষ্ঠ শ্রেণি পর্যন্ত পড়াশোনা করতে পারবে এবং ইসলামিক রীতি মেনে পোশাক পরেই স্কুলে যেতে হবে।
২০২১ সালের আগস্টে তালেবান আফগানিস্তানের ক্ষমতা দখল করার পর থেকেই সেই দেশের মেয়েদের উপর নেমে আসে একের পর এক খড়গ।