Our Concern
Ruposhi Bangla
Hindusthan Surkhiyan
Radio Bangla FM
Third Eye Production
Anuswar Publication
Ruposhi Bangla Entertainment Limited
Shah Foundation
Street Children Foundation
September 14, 2024
হেডলাইন
Homeবাংলাদেশআসন সমঝোতা নিয়ে আওয়ামী লীগ-জাপা বৈঠক

আসন সমঝোতা নিয়ে আওয়ামী লীগ-জাপা বৈঠক

আসন সমঝোতা নিয়ে আওয়ামী লীগ-জাপা বৈঠক

আগামী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে আসন সমঝোতা নিয়ে আওয়ামী লীগের সঙ্গে বৈঠক করেছেন জাতীয় পার্টির নেতারা। বুধবার রাতে রাজধানীর গুলশানের একটি বাসায় এ বৈঠক হয়। বৈঠকে আওয়ামী লীগের পক্ষে ছিলেন দলের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের, সভাপতিমণ্ডলীর সদস্য জাহাঙ্গীর কবির নানক, যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব উল আলম হানিফ, আ ফ ম বাহাউদ্দিন নাছিম ও সাংগঠনিক সম্পাদক মির্জা আজম।

জাতীয় পার্টির পক্ষে ছিলেন চেয়ারম্যান জিএম কাদের ও মহাসচিব মুজিবুল হক চুন্নু ও আরও কয়েকজন।

বৈঠকের পর আসন সমঝোতার বিষয়ে মুখ খোলেননি দু দলের কোনো নেতাই।

জাতীয় পার্টির সাথে আওয়ামী লীগের বৈঠক সম্পর্কে জানতে চাইলে অনেকটা এড়িয়ে যান আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আ ফ ম বাহাউদ্দিন নাছিম। তিনি বলেন, অত্যন্ত সৌহার্দ্যপূর্ণ পরিবেশে জাতীয় পার্টির সাথে আমাদের বৈঠক হয়েছে। বৈঠকে জাতীয় পার্টি দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন অবাধ, সুষ্ঠ, নিরপেক্ষ ও অংশগ্রহণমূলক হবে এবং এই নির্বাচনের মাধ্যমে বাংলাদেশের গণতন্ত্র আরো শক্তিশালী হবে বলে আশাবাদ ব্যক্ত করেছে। দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে জাতীয় পার্টি সর্বশক্তি দিয়ে অংশগ্রহণ করবে এবং জনগণের মেন্ডেট নিয়ে জাতীয় সংসদে নিজেদের অবস্থান সুদৃঢ করার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেছে।

Share With:
Rate This Article
No Comments

Leave A Comment