ইউরোপে সরকারি নারী কর্মীদের স্কার্ফ পরা নিষিদ্ধ হতে পারে
সদস্য দেশগুলোর সরকারি কর্তৃপক্ষ কর্মক্ষেত্রে নারী কর্মীদের ধর্মীয় বিশ্বাসের চিহ্ন পরিধান নিষিদ্ধ করতে পারে বলে রায় দিয়েছে ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) শীর্ষ আদালত। ধর্মীয় বিশ্বাসের চিহ্নের মধ্যে রয়েছে নারীদের স্কার্ফ ও হিজাব পরা; এটি এমন একটি ইস্যু যা ইউরোপকে বছরের পর বছর ধরে বিভক্ত করে রেখেছে।
বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদনে বলা হয়, সম্প্রতি পূর্ব বেলজিয়ামের এক পৌর কর্মচারীকে কর্মক্ষেত্রে হিজাব না পরার বিষয়ে বলা হয়। এজন্য চাকরির শর্তাবলীও পরিবর্তন করে পৌরসভা। এরপর ওই নারী ধর্মীয় স্বাধীনতার অধিকার লঙ্ঘিত হয়েছে বলে আইনি চ্যালেঞ্জ করেন এবং মামলাটি ইইউর বিচার আদালতে আসে।
শীর্ষ আদালত তার মঙ্গলবারের (২৮ নভেম্বর) রায়ে বলেছে, নিরপেক্ষ প্রশাসনিক পরিবেশ প্রতিষ্ঠায় একটি বৈধ নীতি বস্তুনিষ্ট ভাবে বিবেচিত হতে পারে। তবে এটিও ন্যায়সঙ্গত হবে যদি জনপ্রশাসন সাধারণ ও নির্বিচারে ধর্মীয় বিশ্বাসের দৃশ্যমান চিহ্ন পরিধানের অনুমোদন দেওয়ার সিদ্ধান্ত নেয়।
আদালত আরো জানিয়েছে, ইউরোপের সদস্য দেশগুলোর মধ্যে জনসেবার নিরপেক্ষতা ডিজাইন করার ক্ষেত্রে বিচক্ষণতার সীমাবদ্ধতা রয়েছে। কিন্তু এমন লক্ষ্য পূরণে অবশ্যই সামঞ্জস্যপূর্ণ এবং নিয়মতান্ত্রিক পদ্ধতি অনুসরণ করতে হবে।