ইরানে মন্ত্রিপরিষদের জরুরি বৈঠক
দেশের উত্তর-পশ্চিমাঞ্চলের প্রত্যন্ত এলাকায় প্রেসিডেন্ট ইব্রাহিম রইসি, পররাষ্ট্রমন্ত্রী হোসেন আমির আবদুল্লাহিয়ান সহ হেলিকপ্টারের সব আরোহী নিহত হওয়ার পর জরুরি বৈঠক করেছে ইরান সরকার। সোমবার সকালে ইরানের মন্ত্রিপরিষদের এই মিটিংয়ে নেতৃত্ব দিয়েছেন ভাইস প্রেসিডেন্ট মোহাম্মদ মোখবের। তবে বৈঠকে কি সিদ্ধান্ত হয়েছে তা তাৎক্ষণিকভাবে জানা যায়নি। তবে এটা নিশ্চিত করে বলা যায়, অন্তর্বর্তী প্রেসিডেন্ট হিসেবে কে দায়িত্ব পালন করবেন তা নির্ধারণ নিয়ে হতে পারে এই মিটিং। এ খবর দিয়েছে ইরানের রাষ্ট্রীয় বার্তা সংস্থা ইরনা। এতে আরও বলা হয়, রোববার পূর্ব আজারবাইজান প্রদেশের কাছে ডিজমার বনের কাছে পাহাড়ি এলাকায় সঙ্গীদের সঙ্গে হেলিকপ্টার দুর্ঘটনায় নিহত হন প্রেসিডেন্ট রইসি।