Our Concern
Ruposhi Bangla
Hindusthan Surkhiyan
Radio Bangla FM
Third Eye Production
Anuswar Publication
Ruposhi Bangla Entertainment Limited
Shah Foundation
Street Children Foundation
April 19, 2024
Homeনিউ ইয়র্কএনওয়াই স্টেট আইডি নিয়ে ডিএমভি ‘স্ক্যাম অ্যালার্ট’

এনওয়াই স্টেট আইডি নিয়ে ডিএমভি ‘স্ক্যাম অ্যালার্ট’

এনওয়াই স্টেট আইডি নিয়ে ডিএমভি ‘স্ক্যাম অ্যালার্ট’

নিউ ইয়র্ক স্টেট আইডি নিয়ে ‘স্ক্যাম এলার্ট’ জারি করেছে ডিএমভি। হ্যাকাররা ফোন কল, টেক্সট, ইমেইল এমনকি সোশ্যাল মিডিয়া যেমন ফেসবুক বা টুইটার অ্যাকাউন্ট ব্যবহার করে প্রতারণা করছে বলে এই পদক্ষেপ নেওয়া হয়েছে। .

ডিএমভি সতর্ক বার্তায় বলেছে, স্টেট ড্রাইভার লাইসেন্স বা স্টেট আইডির ওপর ভর করেছে স্ক্যামাররা। যদি কেউ ডিএমভির নামে টেক্সট পেয়ে থাকেন তাতে রেসপন্স করবেন না। বিভিন্ন মাধ্যমে মেসেজ পেলেও ইগনোর করুন বা ট্র্যাস বক্সে ঢুকিয়ে দিন। কোনও ভাবেই ওপেন করবেন না।

নিউ ইয়র্ক স্টেট কর্তৃপক্ষ জানিয়েছে, ২০২৩ সালের ৩ মে থেকে স্টেটের রিয়েল আইডি দেখিয়ে বিমানে উঠতে হবে।

হ্যাকাররা এই তথ্য নিয়ে প্রতারণা শুরু করেছে। তারা ডিএমভির নামে ফোন কল, টেক্সট, ইমেইল ও সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্টে প্রবেশ করে বলছে, ‘আপনার রিয়েল আইডি রেডি তো?’ দ্রুত তা দেওয়ার জন্য ব্যক্তিগত তথ্য চাইছে।

অথচ ডিএমভি এই ধরনের কোনও যোগাযোগ নিউ ইয়র্কারদের সঙ্গে করে নি। চায় নি কোনও তথ্য। রিয়েল আইডির ব্যাপারে সরাসরি স্থানীয় ডিএমভি অফিসে যোগাযোগের পরামর্শ দেয়া হয়েছে।

ডিএমভি সতর্ক বার্তায় আরও বলেছে, স্ক্যামারদের পাঠানো কোনও টেক্সট ওপেন করবেন না, কোনও লিংকে ক্লিক করবেন না। তাদেরকে বাসার ঠিকানা, জন্ম তারিখ বা সোশ্যাল সিকিউরিটি নাম্বার দিলে ভয়ানক বিপদের মুখোমুখি হবার সম্ভাবনা রয়েছে।

Share With:
Rate This Article
No Comments

Leave A Comment