এল নতুন অতিথি, বাবা হলেন কপিল শর্মা
বাবা হয়েছেন কপিল শর্মা। এসেছে কন্যাসন্তান। মঙ্গলবার ভোররাতে কমেডিয়ান কপিল শর্মা নিজের টুইটারে লেখেন, ‘‘ব্লেসড টু হ্যাভ আ বেবি গার্ল। নিড ইওর ব্লেসিংস।’’ বোঝাই যাচ্ছে, প্রথম বার পিতৃত্বের স্বাদ পেয়ে বেজায় খুশি কপিল।
কমেডিয়ান কপিল শর্মার বাড়িতে আজ ভোর রাত থেকেই খুশির মরসুম। গত বছর ডিসেম্বরে জিনি চাতরাথের সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হন কপিল। সেই বিয়েতে উপস্থিত ছিলেন দীপিকা পাড়ুকোন থেকে রণবীর সিংহ-সহ বলিউডের চেনা মুখেরা। বছর ঘুরতে না ঘুরতেই সুখবর এল কপিলের বাড়িতে।
স্ত্রী যখন অন্তঃসত্ত্বা ছিলেন তখন তাঁকে নিয়ে কানাডাও ঘুরে এসেছিলেন কপিল। বাবা হওয়ার আগে সংবাদ মাধ্যমকে কপিল বলেছিলেন, “এখন আমার প্রধান লক্ষ্য হল জিনির খেয়াল রাখা। প্রথম সন্তান আসছে। স্বাভাবিক ভাবেই আমরা খুবই উত্তেজিত। আমার গোটা পরিবার নতুন অতিথির অপেক্ষায় রয়েছে।”