ঐকমত্য ছাড়াই শেষ হলো জি-২০ সম্মেলন
ইউক্রেনে রুশ আগ্রাসনের বিরোধিতা করে রাশিয়ার প্রতি বিশ্বের বৃহত্তম অর্থনৈতিক জোটের (জি-২০) অধিকাংশ দেশ নিন্দা জানালেও চীন এতে বিরত ছিল।
এ কারণে জোটের অর্থমন্ত্রীরা এ শীর্ষ সম্মেলনের সমাপনী বিবৃতিতে একমত হতে ব্যর্থ হন। খবর এনডিটিভির।
ভারতের বেঙ্গালুরুতে শনিবার যৌথ বিবৃতিতে সই করতে অস্বীকার করে চীন ও রাশিয়া। মস্কোর অভিযোগ— রুশবিরোধী পশ্চিমা দেশগুলো জি-২০কে অস্থিতিশীল করে তুলছে।
চলতি সপ্তাহে রাশিয়া-ইউক্রেন সংঘাত অবসানে শান্তি পরিকল্পনা প্রকাশের পর এ ঘটনা ঘটল।
জি-২০ সদস্য রাষ্ট্রগুলোর অর্থমন্ত্রীদের নিয়ে ভারতের বেঙ্গালুরুতে শুক্রবার এ বৈঠক শুরু হয়। বৈশ্বিক অর্থনৈতিক সংকটসহ ইউক্রেন ইস্যুতে নানাদিক নিয়ে আলোচনা করেন অর্থমন্ত্রীরা।
মার্কিন অর্থমন্ত্রী জ্যানেট ইয়েলেন রুশ কর্মকর্তাদের অংশগ্রহণে একই অধিবেশনে ‘ইউক্রেনের বিরুদ্ধে বেআইনি এবং অন্যায় যুদ্ধের’ নিন্দা জানান।
পাশাপাশি ইউক্রেনকে সমর্থনে এবং মস্কোর যুদ্ধ থামাতে জি-২০ দেশগুলোকে আরও পদক্ষেপ নেওয়ার আহ্বান জানান তিনি।
জি-২০ বৈঠক শেষে ভারতের জ্যেষ্ঠ কর্মকর্তা অজয় শেঠ সংবাদ সম্মেলনে বলেন, রাশিয়া ও চীনা প্রতিনিধিরা ইউক্রেনের ইস্যুতে একমত হননি।
অন্যদিকে ১৮ দেশের পক্ষ থেকে বলা হয়েছে— বিশ্ব অর্থনীতিতে প্রভাব ফেলছে ইউক্রেনে রাশিয়ার যুদ্ধ।