Our Concern
Ruposhi Bangla
Hindusthan Surkhiyan
Radio Bangla FM
Third Eye Production
Anuswar Publication
Ruposhi Bangla Entertainment Limited
Shah Foundation
Street Children Foundation
October 13, 2024
হেডলাইন
Homeজীবনশৈলীকরোনায় গাঁজা সেবনকারীদের ঝুঁকি বেশী

করোনায় গাঁজা সেবনকারীদের ঝুঁকি বেশী

করোনায় গাঁজা সেবনকারীদের ঝুঁকি বেশী

বিশ্বব্যাপী করোনাভাইাসের সংক্রমণ ঠেকাতে চলছে লকডাউন। ঘরে বন্দি হয়ে সময় কাটাচ্ছে মানুষ। তৈরি হচ্ছে মানসিক চাপ। এই মানসিক চাপ থেকে মুক্তি পেতে অনেকে হয়ত গাঁজার শরণাপন্ন হতে পারেন। তাছাড়া এখন পশ্চিমের অনেক দেশে গাঁজা সেবনে বিধিনিষেধ নেই।

সিএনএন এক খবরে জানিয়েছে, চিকিৎসকরা বলছেন, ‘করোনাভাইরাসের মহামারির এই সময়ে গাঁজা সেবনের আগে দুবার ভাবুন।’

গাঁজা সেবনকারী কেউ যদি করোনাভাইরাসে আক্রান্ত হন তাহলে তার ঝুঁকি অন্য অনেকের থেকে বেশি।

যুক্তরাষ্ট্রের শ্বাসতন্ত্র ও ফুসফুসের রোগের চিকিৎসক ডা. আলবার্ট রিজ্জো বলেন, সিগারেট ও গাঁজা সেবনের ফলে শ্বাসযন্ত্রে একই রকম প্রদাহের সৃষ্টি হয়। এমন অবস্থায় যদি করোনাভাইরাসে কেউ আক্রান্ত হন, তাহলে বিপজ্জনক পরিস্থিতির তৈরি হতে পারে।

করোনাভাইরাস মূলত ফুসফুসের অসুখ। এ ভাইরাস সাধারণত ফুসফুসে সংক্রমণ তৈরি করে। এক পর্যায়ে রোগী শ্বাসকষ্টে ভুগতে থাকেন। এই কারণেই করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মৃত্যুর ঘটনা ঘটছে বেশি।

বিশেষজ্ঞরা বলছেন, যারা দীর্ঘদিন ধরে নিয়মিত গাঁজা সেবন করছেন তারা বেশি ঝুঁকিতে রয়েছেন। কারণ এতে শ্বাসতন্ত্র নষ্ট হয়ে যাওয়ার ঝুঁকি থাকে। যা সরাসরি ফুসফুসের ওপর প্রভাব ফেলে।

গাঁজা সেবনের ফলে একজন ব্যক্তি শারীরিকভাবে অতিরিক্ত দুর্বল হয়ে পড়তে পারেন।

তিনি যদি করোনাভাইরাসে আক্রান্ত হন এবং তাকে যদি হাসপাতালে নিবিড় চিকিৎসাও দেওয়া হয় তাতেও তার বেঁচে ফেরার সম্ভাবনা খুবই কম। সেক্ষেত্রে তার বয়স যাই হোক না কেন।◉

 

 

Share With:
Rate This Article
No Comments

Leave A Comment