‘ক্লিন ঢাকা’- জগলুল হায়দারের নির্বাচনী ছড়া
সকাল বিকাল রোস্টারে
কর্মী ভরায় পোস্টারে
রাস্তা-ঘাট ও দেয়াল
প্রার্থী বলেন কিলিন ঢাকা
ঘুরবে সঠিক পিলিন চাকা
আলাপ করেন খেয়াল।
ঘুরবে সেটা ধইরা নিলাম
প্রতিশ্রুতি কইরা- নিলাম
কই জানি কে হারায়
গদিত গিয়া বসলে তখন
পাবলিক ভাই ডাকলে তখন
কেউ পথে পা বাড়ায়?
এসব দিলে আঁকাই থাকে
তখন ঢাকা, ঢাকাই থাকে
ময়লা দিয়া বোঝাই
তবুও আশায় ন্যস্ত সবাই
আাবার ভোটে ব্যস্ত সবাই
অলীক সে দিন খোঁজাই!