চুলে শীতের পরশ
‘চুল তার কবেকার অন্ধকার বিদিশার নিশা, মুখ তার শ্রাবস্তীর কারুকার্য।’ নারীর কালো চুল নিয়ে ভাব ও ভালোবাসার প্রকাশ কবির কবিতাতে ঠাঁই পেয়েছে বহুকাল থেকেই। কেউ আবার নারীর রূপ দেখার আগেই পিঠ ছড়ানো চুলের রূপে মুগ্ধ হয়ে যান। যাঁকে নিয়ে মুগ্ধতা গরম, বৃষ্টি পেরিয়ে শীতের আগমনী বার্তা তাঁর জন্য কতটা সুখকর? শীতের শুষ্কতা, বাতাসে আর্দ্রতা, হিমহিম বাতাসে সাধের চুল উড়বে তো মনের খুশিতে? বিন্দিয়া এক্সক্লুসিভ বিউটি কেয়ারের রূপবিশেষজ্ঞ শারমিন কচি জানিয়েছেন শীতে চুলের যত্ন।