ঢাবির সূর্য সেন হলের প্রাধ্যক্ষ হলে যান না, মৃত্যুসংবাদ টানালেন শিক্ষার্থীরা
ঢাকা বিশ্ববিদ্যালয়ের মাস্টারদা সূর্য সেন হলের প্রাধ্যক্ষ অধ্যাপক মোহাম্মদ মকবুল হোসেন ভুঁইয়ার মৃত্যু সংবাদের একটি নোটিশ হলের দেয়ালে টানানো পাওয়া গেলো। কিছুক্ষণের মধ্যে সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়লো সেই মৃত্যু সংবাদের নোটিশ।
এর আগেও সূর্য সেন হলের প্রাধ্যক্ষের নিখোঁজ হওয়ার বিজ্ঞপ্তিতে সয়লাভ হয়ে যায় পুরো ক্যাম্পাস। হলের কয়েকজন ছাত্র জানান, হলের শিক্ষার্থীরাই প্রাধ্যক্ষের কর্মকাণ্ডে ক্ষুব্ধ হয়ে এ ধরনের নোটিশ টানিয়েছেন।
সোমবার (১৭ অক্টোবর) রাতে হলের শিক্ষার্থীরা বিভিন্ন স্থানে এ পোস্টার লাগালে রাতেই সামাজিক যোগাযোগমাধ্যমে বিষয়টি ভাইরাল হয়। পোস্টারে লেখা রয়েছে, ‘ঢাকা বিশ্ববিদ্যালয়ের মাস্টারদা সূর্য সেন হলের প্রভোস্ট জনাব মকবুল হোসেন ভুঁইয়া ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহ … রাজিউন)। তার অকালপ্রয়াণে মাস্টারদা সূর্য সেন হল পরিবার অত্যন্ত শোকাহত। তিনি ১ ছেলে, ১ মেয়ে, স্ত্রী এবং অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। শোকান্তে: মাস্টারদা সূর্য সেন হল পরিবার।’
শিক্ষার্থীদের অভিযোগ, প্রাধ্যক্ষ অধ্যাপক মোহাম্মদ মকবুল হোসেন ভুঁইয়ার নিয়মিত হলে আসেন না। এর ফলে আবাসিক ছাত্রদের অনেক সমস্যার সমাধান করা সম্ভব হয় না। এছাড়াও দীর্ঘদিন ধরে খাবারের দোকান ও হলের ক্যান্টিন বন্ধ রয়েছে। গ্যাস সংকট চলছে একমাত্র ডাইনিং নেক্সাসের। এতে খাবারের সমস্যায় পড়েছে শিক্ষার্থীরা। এদিকে ক্লিনার সঙ্কটে বন্ধ রয়েছে কিছু ওয়াশরুম। ক্যান্টিন এতে ক্ষুব্ধ ছাত্ররা হলের দেয়ালে দেয়ালে প্রাধ্যক্ষের মৃত্যুসংবাদ টানিয়ে দিয়েছে।
হলের শিক্ষার্থীরা জানান, হল প্রাধ্যক্ষ অধ্যাপক মোহাম্মদ মকবুল হোসেন ভুঁইয়া হলের সমস্যা সমাধানে উদ্যোগ নেন না। বেশিরভাগ সময় অফিসে না থাকায় বিক্ষুব্ধ শিক্ষার্থীরা এ পোস্টার লাগিয়েছেন। তবে কে বা কারা এই পোস্টার লাগিয়েছেন, তা জানা সম্ভব হয়নি।
এর আগে ২০২১ সালের নভেম্বর মাসে শিক্ষার্থীরা হল প্রাধ্যক্ষ অধ্যাপক মোহাম্মদ মকবুল হোসেন ভুঁইয়ার ‘নিখোঁজ’ বিজ্ঞপ্তি প্রকাশ করেছিল। ওই সময় একই দাবিতে বিশ্ববিদ্যালয়ের সূর্য সেন হল সংলগ্ন দেয়াল, মধুর ক্যান্টিন, টিএসসি চত্বরসহ বেশ কয়েকটি জায়গায় এ বিজ্ঞপ্তি লাগানো হয়।
এ বিষয়ে জানতে মাস্টারদা সূর্য সেন হলের প্রাধ্যক্ষ অধ্যাপক মোহাম্মদ মকবুল হোসেন ভুঁইয়াকে বেশ কয়েকবার কল দিলেও তিনি কল রিসিভ করেন নি।
দৈনিক ইত্তেফাক