Our Concern
Ruposhi Bangla
Hindusthan Surkhiyan
Radio Bangla FM
Third Eye Production
Anuswar Publication
Ruposhi Bangla Entertainment Limited
Shah Foundation
Street Children Foundation
October 16, 2024
হেডলাইন
Homeআন্তর্জাতিকতাইওয়ানে একদিনে ১০ বার ভূমিকম্প

তাইওয়ানে একদিনে ১০ বার ভূমিকম্প

তাইওয়ানে একদিনে ১০ বার ভূমিকম্প

তাইওয়ানে শনিবার মধ্যরাতের পর ১০ বার ভূমিকম্প আঘাত হেনেছে। সবচেয়ে শক্তিশালী আঘাতের মাত্রা ছিল ৬ দশমিক ১।

ভূমিকম্পের পর কোনো সুনামির সতর্কবার্তা পাওয়া যায়নি।
এ তথ্য নিশ্চিত করেছে দ্বীপ এ দেশটির আবহাওয়া প্রশাসন।

এএফপির একজন সাংবাদিক বলেছেন, সম্প্রতি দ্বীপ এ দেশটি ভূমিকম্পে বারবার কেঁপে উঠছে। রাত ২টা ২১ মিনিটে শুরু হওয়া এ ভূমিকম্পের গভীরতা ছিল ২৪.৯ কিলোমিটার। উপকূলে এর সর্বোচ্চ মাত্রা ছিল ৬ দশমিক ১।

এর আগে কয়েক দফা ছোট আকারের ভূমিকম্প আঘাত হানে। এছাড়া পূর্ব উপকূলের হুয়ালিয়েন সিটি থেকে প্রায় ৪০ কিলোমিটার দূরে মধ্যরাত ২টা ৪৯ মিনিটে আরও একটি শক্তিশালী ভূমিকম্প আঘাত হানে। এর গভীরতা ছিল ১৮ দশমিক ৯ কিলোমিটার।

তাইওয়ানের আবহাওয়া সংস্থা জানিয়েছে, শনিবার মধ্যরাতের পর বিভিন্ন মাত্রার মোট দশটি ভূমিকম্প রেকর্ড করা হয়েছে।

দেশটির জাতীয় ফায়ার এজেন্সি জানিয়েছে, তাৎক্ষণিকভাবে ক্ষয়ক্ষতির কোনো খবর পাওয়া যায়নি।

সপ্তাহের শুরুতে তাইওয়ানের পূবাঞ্চলীয় হুয়ালিয়েনে ৬. ৩ মাত্রার ভূমিকম্প আঘাত হানে।

সরকার বলেছে দুই সপ্তাহেরও বেশি সময় আগে দ্বীপটিতে ৭.৪ মাত্রার ভূমিকম্পে দেশটি কেঁপে উঠেছিল, যা ২৫ বছরের মধ্যে ছিল সবচেয়ে শক্তিশালী।

ভূমিকম্পের পর ভূমিধসে অন্তত ১৭ জন নিহত হয়। ওই ভূমিকম্পে হুয়ালিয়েন শহরের আশপাশের সড়ক ও ভবনগুলো মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়।

Share With:
Rate This Article
No Comments

Leave A Comment