দিল্লির পতিতালয় থেকে শিশুকন্যাসহ তরুণী উদ্ধার
ডায়মন্ডহারবারের এক তরুণীকে দিল্লির কুখ্যাত জি বি রোডের এক পতিতালয় থেকে উদ্ধার করার মর্মস্পর্শী কাহিনী সামনে এসেছে। শুধু ওই তরুণী নয়, উদ্ধার করা হয়েছে তার চার বছরের শিশুকন্যাকেও।
কয়েকবছর আগে মা ও মেয়েকে ডায়মন্ডহারবার থেকে ফুসলিয়ে নিয়ে গিয়ে আরকাঠিরা বিক্রি করে দেয় দিল্লিতে। বছরের পর বছর রাতে তাকে শয্যাসঙ্গিনী হতে হয় বিভিন্ন পুরুষের।
এরপর শুক্রবার রাতে মগরাহাট থানার পুলিশ, দিল্লি পুলিশ ও শক্তি বাহিনী নামের একটি এন জি ও মেয়েটিকে উদ্ধার করে।
মেয়েটি অশ্রুসজল কণ্ঠে জানায়, কোঠেওয়ালি তার কাছে মুক্তিপণ হিসেবে পঞ্চাশ হাজার টাকা চেয়েছিল। তা দেয়ার সামর্থ্য তার ছিল না।
শুক্রবার রাতে পুলিশের অভিযান হতেই কোঠেওয়ালিরা চার বছরের মেয়েটিকে একটি মন্দিরের ধারে ফেলে পালায়। মেয়েটির কান্না শুনে তাকে উদ্ধার করেন মন্দিরের পুরোহিত।