নিউ ইয়র্কে গ্রোসারি স্টোরে গুলিতে নিহত ১, আহত ২
জাহান আরা দোলন: মঙ্গলবার নিউইয়র্কের শহরতলির একটি মুদি দোকানে গুলি চালনার ঘটনায় একজন সন্দেহজনক ব্যাক্তিকে ঘটনার কয়েক ঘন্টা পরে গ্রেপ্তার করা হয়েছে বলে স্থানীয় পুলিশ জানিয়েছে।
পুলিশ জানিয়েছে, মঙ্গলবার ভোর রাতে নিউইয়র্কের ওয়েস্ট হ্যাম্পস্টেডের একটি স্টপ অ্যান্ড শপ গ্রোসারি স্টোরে একটি শ্যুটিং ঘটনায় একজন নিহত এবং দুজন আহত হয়েছেন।
ঝিংহুয়ার প্রতিবেদনে জানা যায়, মঙ্গলবার দুপুরে নাসাউ কাউন্টি পুলিশ বিভাগ, ‘অপরাধীকে গ্রেপ্তার করে পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে’, বলে টুইটারে একটি টুইট করেছে।
এর আগের একটি টুইটে পুলিশ, ‘জড়িত ব্যক্তির নাম গ্যাব্রিয়েল ডিউইট উইলসন’, বলে চিহ্নিত করেছিল। ত্রিশের কাছাকাছি বয়সী উইলসনকে কালো বেসবল টুপি এবং কালো সুয়েটশার্ট পরিহিত অবস্থায় সর্বশেষ হ্যাম্পস্টেড টার্নপাইকের পশ্চিমে যেতে দেখা গিয়েছে।
উইলসনকে স্টোরের একজন বর্তমান বা প্রাক্তন কর্মচারী বলে ধারণা করা হচ্ছে।
হামলার উদ্দেশ্য এখন পর্যন্ত প্রকাশ করা হয় নি।❐
সিবিএস নিউজ অবলম্বনে