নিউ ইয়র্ক মহানগর আওয়ামী লীগের শেখ হাসিনার জন্মদিন উদযাপন
নিউ ইয়র্ক মহানগর আওয়ামী লীগ প্রধানমন্ত্রী শেখ হাসিনার জন্মদিন উদযাপন করেছে।
নিউইয়র্ক মহানগর আওয়ামী লীগের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, সংগঠনের ভারপ্রাপ্ত সভাপতি হাজী মফিজুর রহমানের সভাপতিত্বে এবং ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক সুব্রত তালুকদারের পরিচালনায় অনুষ্ঠানে প্রধানমন্ত্রী শেখ হাসিনার জন্মদিন উপলক্ষে কেক কেটে জন্মদিন পালন করা হয়।
অনুষ্ঠানে প্রধানমন্ত্রীর দীর্ঘায়ু কামনা করে দোয়া করা হয়। দোয়া পরিচালনা করেন নিউইয়র্ক মহানগর আওয়ামী লীগের উপদেষ্টা আব্দুল হাই জিয়া।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন নিউইয়র্ক মহানগর আওয়ামী লীগের সহ-সভাপতি হাজী আব্দুল কাদের মিয়া, উপদেষ্টা মোস্তফা কামাল পাশা মানিক,বীর মুক্তিযুদ্ধা রেজাউল বারী, সাংগঠনিক সম্পাদক মতিউর চৌধুরী, সমিরুল ইসলাম বাবলু, সাংস্কৃতিক সম্পাদক শাহাব উদ্দিন চৌধুরী লিটন, ম্যানহাটন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবুল কাশেম, সদস্য নাজিম উদ্দিন, আবুল বাশার ভূঁইয়া, মোহাম্মদ ইদ্রিস আলী, নুরুল ইসলাম,জহিরুল ইসলাম,মোঃ এনামুল হক,বিপ্রেশ রায়,আকরাম, মুরাদ, রাসেল।❐