নিউ ইয়র্কে করোনা ও মাঙ্কিপক্সের পর এবার পোলিও আতংক
করোনা ও মাঙ্কিপক্সের পর এবার নিউ ইয়র্কে ছড়িয়ে পড়েছে পোলিও আতংক।
নিউ ইয়র্ক সিটি স্বাস্থ্য বিভাগের কর্মকর্তারা ইতোমধ্যেই ‘ওয়েস্ট ওয়াটারে’ পোলিও রোগের ভাইরাসের সন্ধান পেয়েছেন। তারা বলেছেন, এই রোগ জনবহুল শহরগুলোতে নীরবেই ব্যাপক বিস্তার লাভ করে। রকল্যান্ড কাউন্টিতে গত ১ দশকের মধ্যে গত মাসে প্রথম পোলিও রোগে আক্রান্ত রোগী চিহ্নিত হয়েছে। যা কিনা উদ্বেগের সাথে উল্লেখ করা হচ্ছে। রকল্যান্ড কাউন্টি সংলগ্ন ওরেজ কাউন্টির সুয়েজ ওয়াটারেও পোলিও ভাইরাস ধরা পড়েছে।
পোলিও মহামারিতে ১৯৫০ থেকে ১৯৭০ পর্যন্ত বিশ্বব্যাপী লাখো মানুষের মৃত্যু হয়েছে। যার অংশটি ছিল শিশু। আমেরিকাতে শিশুদের জন্য পোলিও ভ্যাকসিন টিকা নেয়া বাধ্যতামূলক। ৭০ বছর ধরে আমেরিকানরা এই রোগ থেকে মুক্ত।
১৯৯৪ সালে নর্থ আমেরিকা ও সাউথ আমেরিকাকে পোলিওমুক্ত ঘোষণা করা হয়। নতুন করে এই রোগের ভাইরাসের উপস্থিতিতে বিশেষজ্ঞরা উদ্বেগ প্রকাশ করছেন। তবে যাদের পোলিও টিকা নেয়া আছে তাদের উদ্বিগ্ন হবার কোন কারন নেই বলে চিকিৎসকরা জানিয়েছেন।
শিশু বা বয়স্ক হোক যারা এই টিকা নেননি তাদের অবিলম্বে তা নেয়ার পরামর্শ দেয়া হয়েছে। যারা পোলিওর ভ্যাকসিন নেন নি তাদের জন্য এই ভাইরাস খুবই ভয়ানক। সুইমিং পুলের পানি থেকে এ রোগের ব্যাপক বিস্তার ঘটে থাকে। সামারের এই সিজনে সুইমিং পুলের পানি পরীক্ষা করার জন্য নিউ ইয়র্কারদের পরামর্শ দেয়া হয়েছে।
২০২০ সালে ইন্ডিয়ানা রাজ্যে সুইমিং পুলে এই ভাইরাসের উপস্থিতি পাওয়ায় রাজ্য গভর্নর পুরো গ্রীষ্ম মওসুম পুল বন্ধ রাখার নির্দেশ দিয়েছিলেন।