নিউ ইয়র্কে জেবিবিএ’র ইফতার মাহফিল
নিউ ইয়র্ক জ্যাকসন হাইটস এলাকার বাংলাদেশি ব্যবসায়ীদের অধিকার সংরক্ষণে প্রতিষ্ঠিত হয় ‘জ্যাকসন হাইটস বাংলাদেশি বিজনেস এসোসিয়েশন’ (জেবিবিএ) গেল ২৭ এপ্রিল এক ইফতার মাহফিলের আয়োজন করে।
কিন্তু করোনা ভাইরাসের প্রাদুর্ভাবের কারণে গেল এক বছর ধরে দৃশ্যত জেরেনবিএ’র কোনো কর্মকাণ্ড পরিলক্ষিত হয় নি। করোনা মহামারির কারণে সব কর্মকান্ড স্থবির হয়ে পড়েছিল। করোনার প্রকোপ সঙ্গে সঙ্গেই সংগঠনটি নিজেদের সৌহার্দ্য ও সম্প্রীতি অটটু রাখতে এ ইফতার মাহফিলের আয়োজন করে বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা।
গেল ২৭ এপ্রিল জ্যাকসন হাইটসের পালকি পার্টি সেন্টারে আয়োজিত এ ইফতার মাহফিলে ব্যবসায়ীরা ছাড়াও কম্যুনিটির সর্বস্তরের নেতৃবৃন্দ অংশগ্রহণ করেন।
ইফতারের আগে এক সংক্ষিপ্ত আলোচনায় জেবিবিএ’র নেতৃবৃন্দ সংগঠনকে আরো গতিশীল করার প্রতিশ্রুতি ব্যক্ত করেন। একইসঙ্গে যেসব ব্যবসায়ী করোনার প্রাদুর্ভাবে ক্ষতিগ্রস্ত হয়েছেন তাদের পাশে দাঁড়ানোর প্রত্যয় জানান।
জ্যাকসন হাইটস বাংলাদেশি বিজনেস এসোসিয়েশনের সভাপতি আবুল ফজল দিদারুল ইসলামের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক কামরুজ্জামান কামরুলের পরিচালনায় ইফতার মাহফিলে উপস্থিত ছিলেন বিএনপি নেতা বেগম খালেদা জিয়ার উপদেষ্টা আব্দুস সালাম, জেবিবিএ’র উপদেষ্টা পেয়ার মোহাম্মদ, হারুণ ভুইয়া, কুইন্স ডোমোক্র্যাটিক লিডার অ্যাট লাজ অ্যাটর্নি মঈন চৌধুরী, জেবিবিএ’র পরিচালক ফাহাদ সোলায়মান, মূলধারার রাজনীতিবিদ গিয়াস আহমেদ, মোহাম্মদ আলম নমি, কোষাধ্যক্ষ সেলিম হারুন, ব্যবসায়ী আবুল কাশেম, হাসান জিলানী, আশরাফুজ্জামান, কামরুজ্জামান বাচ্চু, ড. রফিক আহমেদ, ইমাম কাজী কাইয়্যূম, কবি কাজী আতিক, শো-টাইম মিউজিকের প্রেসিডেন্ট আলমগীর খান আলম, শাহাদাৎ হোসেন রাজু, মাওলানা এম রহমান, কামাল ভুইয়া, মাসুদ মোর্শেদ, বাদশাহ হোসেন, মাসুদ সিরাজি প্রমুখ।
এ ছাড়াও করোনায় যারা মারা গেছেন তাদের প্রতি সহমর্মিতা জানানোর পাশাপাশি যারা অসুস্থ হয়েছেন তাদের সুস্থ কামনা করেন। দোয়া পরিচালনা করেন মাওলানা মাহমুদ।❐