Our Concern
Ruposhi Bangla
Hindusthan Surkhiyan
Radio Bangla FM
Third Eye Production
Anuswar Publication
Ruposhi Bangla Entertainment Limited
Shah Foundation
Street Children Foundation
July 27, 2024
Homeনিউ ইয়র্কনিউ ইয়র্কে বাংলাদেশি ট্রাফিক পুলিশকে গুলি

নিউ ইয়র্কে বাংলাদেশি ট্রাফিক পুলিশকে গুলি

নিউ ইয়র্কে বাংলাদেশি ট্রাফিক পুলিশকে গুলি

নিউ ইয়র্কে বাংলাদেশি ট্রাফিক পুলিশ ফারুক হোসেনকে লক্ষ্য করে গুলি ছোঁড়া হয়েছে। পরপর ৩ রাউন্ড গুলি ছোঁড়া হলেও নিজ দক্ষতায় রক্ষা পান তিনি। ঘটনার পরপরই আটক করা হয়েছে বন্দুকধারীকে।

১৭ আগস্ট (বুধবার) সন্ধ্যা ৬টার দিকে ম্যানহাটনের লেক্সিংটন এভিনিউ এবং ১১২ স্ট্রিটের মোড়ে কর্তব্যরত অবস্থায় ফারুকের ওপর এই গুলি ছোঁড়া হয়। তিনি রাস্তার মোড়ে ট্রাফিকের দায়িত্ব পালন করছিলেন। পুলিশ আক্রমণের মোটিভ বের করতে তদন্ত চালাচ্ছে।

ট্রাফিক ইউনিয়ন লোকাল ১১৮২-এর এক বার্তায় ট্রাফিক এজেন্টদের সর্তকতার সাথে দায়িত্ব পালনের পরামর্শ দেয়া হয়েছে। বাংলাদেশি ফারুক চার মাস আগে কাজ শুরু করেছেন। তার স্ত্রী ও সন্তানরা বাংলাদেশে বাস করছেন। সশস্ত্র দুর্বৃত্তের গুলির প্রথম শব্দ শুনেই তিনি রাস্তার ওপর শুয়ে পড়েন। দ্বিতীয় গুলি তার পায়ের কাছ দিয়ে চলে যায়। ভাগ্যক্রমে তৃতীয় গুলিও তার গায়ে লাগে নি।

ঘণ্টাখানেকের মধ্যেই বন্দুকধারী দৃর্বৃত্তকে পাকড়াও করতে সক্ষম হয় পুলিশ । ট্রাফিক ইউনিয়ন লোকাল-১১৮২ এর ডেলিগেট সৈয়দ উথবা রূপসী বাংলাকে বলেন, ফারুক সুস্থ আছেন। পুলিশ ঘটনার তদন্ত করছে। আমরা ইউনিয়নের পক্ষ থেকে অপরাধীর দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেছি। পুলিশ প্রশাসনের কাছে ট্রাফিক এজেন্টদের নিরাপত্তা জোরদার করার জন্যও আহবান জানানো হয়েছে।

Share With:
Rate This Article
No Comments

Leave A Comment