Our Concern
Ruposhi Bangla
Hindusthan Surkhiyan
Radio Bangla FM
Third Eye Production
Anuswar Publication
Ruposhi Bangla Entertainment Limited
Shah Foundation
Street Children Foundation
July 27, 2024
Homeআন্তর্জাতিকপরমাণু অস্ত্রই প্রধান নির্ভরতা: রাশিয়ার প্রতিরক্ষামন্ত্রী

পরমাণু অস্ত্রই প্রধান নির্ভরতা: রাশিয়ার প্রতিরক্ষামন্ত্রী

পরমাণু অস্ত্রই প্রধান নির্ভরতা: রাশিয়ার প্রতিরক্ষামন্ত্রী

রুশ প্রতিরক্ষামন্ত্রী সের্গেই শোইগু বলেছেন, ‘সার্বভৌমত্বের নিশ্চয়তা দিতে পরমাণু অস্ত্রের বিস্তার অব্যাহত রাখবে রাশিয়া।’ আজ মঙ্গলবার (১০ জানুয়ারি) এ কথা বলেন তিনি। খবর রয়টার্স।

শোইগু বলেন, ‘আমরা পরমাণু অস্ত্রের সম্প্রসারণ অব্যাহত রাখব এবং যুদ্ধ প্রস্তুতি বজায় রাখব। পরমাণু ঢাল আমাদের রাষ্ট্রের সার্বভৌমত্ব ও আঞ্চলিক অখণ্ডতার প্রধান নির্ভরতা ছিল এবং থাকবে।’

মস্কো ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র, সাবমেরিন ও কৌশলগত বোমারু বিমানের নির্মাণ অব্যাহত রাখবে বলেও জানান তিনি। সঙ্গে যোগ করেন , ‘আমরা মহাকাশে যুদ্ধের ক্ষমতাও বাড়াব।’

২০২২ সালের ২৪ ফেব্রুয়ারি ইউক্রেনে সামরিক অভিযানের ঘোষণা দেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। এরপর থেকে যুক্তরাষ্ট্রসহ পশ্চিমা দেশগুলো ইউক্রেনকে সামরিক সহায়তা দিয়ে আসছে। সেইসঙ্গে গোয়েন্দা তথ্য দিয়েও দেশটির সামরিক বাহিনীকে সাহায্য করে আসছে।

ইউক্রেন-রাশিয়ার মধ্যে যুদ্ধ টানা ১১ মাসের বেশি সময় ধরে চলছে। এ যুদ্ধ সারাবিশ্বে নেতিবাচক প্রভাব ফেললেও থামার কোনো লক্ষণ নেই। উল্টো সংঘাত বেড়েই চলেছে।

Share With:
Rate This Article
No Comments

Leave A Comment