ফিলিস্তিনে ইসরায়েলি গণহত্যা বন্ধের দাবিতে ঢাকায় বিক্ষোভ মিছিল ও সমাবেশ
ফিলিস্তিনে ইসরায়েলি গণহত্যা বন্ধ, দখলদারির অবসান ও স্থায়ী যুদ্ধবিরতির দাবিতে ঢাকায় বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছেন ছাত্র-জনতা। বিক্ষোভ মিছিল নিয়ে ছাত্র-জনতার ব্যানারে ঢাকার মার্কিন দূতাবাস ঘেরাও করতে গেলে পুলিশি বাধায় তা পণ্ড হয়। পরে শাহজাদপুরে রাস্তায় অবস্থান নেন বিক্ষোভকারীরা।
সেখানে স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্র গঠনের দাবি তোলেন বিক্ষোভকারীরা। এ সময় অংশগ্রহণকারীরা ইসরাইলের গণহত্যায় মদদ দেওয়ায় যুক্তরাষ্ট্রের নিন্দা জানিয়ে সারা বিশ্বকে ফিলিস্তিনের পক্ষে সোচ্চার হওয়ার আহ্বান জানান।
আজ বৃহস্পতিবার দুপুর পৌনে ১২টার দিকে উত্তর বাড্ডার সুবাস্তু টাওয়ারের সামনে থেকে বিক্ষোভ মিছিল নিয়ে মার্কিন দূতাবাস অভিমুখে অগ্রসর হতে থাকেন ছাত্র-জনতা। তখন মিছিলের কারণে রাস্তায় থাকা যানবাহনগুলো আটকে পড়ে। এরপরই তাদের কর্মসূচিতে বাধা দেয় পুলিশ। পরে ছাত্র-জনতা উত্তর বাড্ডার প্রগতি সরণির জামালপুর টুইন টাওয়ারের বিপরীতে রাস্তায় সমাবেশ করেন তারা। মিছিল-সমাবেশের কারণে প্রায় এক ঘণ্টা সড়কের এক পাশে যান চলাচল বন্ধ ছিল।