বঙ্গোপসাগরে মৌসুমি লঘুচাপ, ভারী বৃষ্টির সম্ভাবনা
মৌসুমের স্বাভাবিক লঘুচাপ দক্ষিণ বঙ্গোপসাগরে অবস্থান করছে।। তবে রংপুর, রাজশাহী, ঢাকা, ময়মনসিংহ, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অনেক আস্থায়ী দমকা বা ঝড়ো হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেই সঙ্গে দেশের কোথাও কোথও মাঝারি ধরনের ভারী থেকে ভারী বৃষ্টি হতে পারে।
রোববার (১৯ মার্চ) সকালে আবহাওয়া অধিদপ্তর এ তথ্য জানিয়েছে।
আবহাওয়া অফিস বুলেটিনে বলা হয়, সারাদেশে দিন ও রাতের তাপমাত্রা প্রায় ২ থেকে ৪ ডিগ্রি সেলসিয়াস হ্রাস পেতে পারে এবং রাতের তাপমাত্রা সামান্য হ্রাস পেতে পারে।
রোববার সকাল ৯টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টায় দেশের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে তেতুলিয়ায় ১৭ দশমিক দুই ডিগ্রি সেলসিয়াস। সর্বোচ্চ তাপমাত্রা কক্সবাজারে ৩৩ ডিগ্রি সেলসিয়াস।
এক থেকে ১০ মিলিমিটার হচ্ছে হালকা ধরনের, ১১ থেকে ২২ মিলিমিটার মাঝারী ধরনের , ২৩ থেকে ৪৩ মিলিমিটার মাঝারী ধরনের ভারী এবং ৪৪ থেকে ৮৮ মিলিমিটার ভারী ধরনের বৃষ্টিপাত ধরা হয়।