Our Concern
Ruposhi Bangla
Hindusthan Surkhiyan
Radio Bangla FM
Third Eye Production
Anuswar Publication
Ruposhi Bangla Entertainment Limited
Shah Foundation
Street Children Foundation
October 12, 2024
হেডলাইন
Homeবাংলাদেশবিএনপি কেয়ামত পর্যন্ত ক্ষমতায় যেতে পারবে না : শাহজাহান ওমর

বিএনপি কেয়ামত পর্যন্ত ক্ষমতায় যেতে পারবে না : শাহজাহান ওমর

বিএনপি কেয়ামত পর্যন্ত ক্ষমতায় যেতে পারবে না : শাহজাহান ওমর

বিএনপি কেয়ামত পর্যন্ত ক্ষমতায় যেতে পারবে না বলে মন্তব্য করেছেন ঝালকাঠি-১ আসনে নৌকার প্রার্থী ব্যারিস্টার মুহাম্মদ শাহজাহান ওমর। তিনি বলেন, সব নির্বাচনে জিততে হবে এমন কথা নয়, ‘বিএনপি মনে করে যখনই ক্ষমতায় যাবে তখনই নির্বাচন করবে, সে অপেক্ষায় অপেক্ষায় ১৫ বছর কেটে গেল। এ রকম কেয়ামত পর্যন্ত যেতে থাকলেও বিএনপি ক্ষমতায় যেতে পারবে না।’

আজ শুক্রবার বিকেল ৫টায় ঝালকাঠির কাঁঠালিয়া পাইলট গার্লস স্কুল অ্যান্ড কলেজ মাঠে পথসভায় এ মন্তব্য করে।

শাহজাহান ওমর বলেন, ‘ব্যাঙের প্রস্রাবে পাছার খাওয়া যায় না, বাঘের গর্জন শোনা যায়, কিন্তু শিয়ালের হুক্কা হুয়া বড় বিচ্ছিরি। আমি কোনখানের কথা বলেছি আপনারা বুঝতে পারছেন।’

সদ্য আওয়ামী লীগে যোগ দেওয়া শাহজাহান ওমর বলেন, ‘আমি ২৯ নভেম্বর কারাগার থেকে বের হয়েছি। ৩০ নভেম্বর আমাকে ফোন করে জানানো হলো, আপনাকে প্রধানমন্ত্রী সালাম জানিয়েছেন।

আমি তো অবাক হয়েছি, তিনি আমাকে সালাম জানিয়েছেন, এটা তো সৌভাগ্যের ব্যাপার। আমি স্ত্রীর সঙ্গে বিষয়টি আলাপ করে চলে গেলাম। প্রধানমন্ত্রী আমাকে বললেন আপনি আমার দল থেকে নির্বাচন করেন। আমি বললাম কিভাবে করব, আপনি তো একজনকে ইতিমধ্যে সেখানে (ঝালকাঠি-১ আসনে) একজনকে পাঠিয়েছেন।

উনি বললেন, ওটা আমি বুঝব। আমি একটি শর্ত দিলাম, নেত্রী আমি তো বঙ্গবন্ধুর লোক, জয় বাংলার লোক, জয় বাংলা বলে দেশ স্বাধীন করেছি। আমার নেতৃত্বে বরিশাল বিভাগ স্বাধীন হয়েছে। আমার বয়স তখন ছিল মাত্র ২৪ বছর। তিনি আমার সব কথা শুনে মনোনয়ন দিয়ে দিলেন।


উপজেলা আওয়ামী লীগের সভাপতি বিমল চন্দ্র সমাদ্দারের সভাপতিত্বে এ সভা অনুষ্ঠিত হয়। পথসভায় বক্তব্য দেন কাঁঠালিয়া উপজেলা পরিষদ চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো. এমাদুল হক মনির। সভায় বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেয়।

Share With:
Rate This Article
No Comments

Leave A Comment