বিদ্যুৎ সংযোগ নিয়ে আলোচনা করবে ভারত-শ্রীলঙ্কা
বিদ্যুৎ সঞ্চালন নিয়ে দ্বিপক্ষীয় আলোচনার পরিকল্পনা করেছে ভারত ও শ্রীলঙ্কা। এই সংশ্লিষ্ট ভারতীয় পক্ষের দুই ব্যক্তির বরাত দিয়ে বিষয়টি জানিয়েছে ভারতীয় সংবাদমাধ্যম মিন্ট।
এরই মধ্যে প্রস্তাবিত প্রকল্পের জন্য একটি খসড়া প্রতিবেদন তৈরি করেছে ভারতের পাওয়ার গ্রিড করপোরেশন।
গত বছর দ্বীপরাষ্ট্র শ্রীলঙ্কা সংকটের পটভূমিতে এই আলোচনা অনুষ্ঠিত হতে চলেছে। দেশটিতে ব্যাপক বিদ্যুৎ ঘাটতি রয়েছে।
প্রতিবেদনে বলা হয়, ভারতীয় হাইকমিশন শ্রীলঙ্কার বিদ্যুৎ ও জ্বালানি মন্ত্রণালয়ের সঙ্গে যোগাযোগ অব্যাহত রেখেছে।
এদিকে নবায়নযোগ্য শক্তির উৎসের জন্য শ্রীলঙ্কার দীর্ঘমেয়াদী পরিকল্পনা রয়েছে। তবে কয়লা সংকটে কয়েকটি তাপবিদ্যুৎ কেন্দ্র অচল হয়ে পড়েছে। দেশটি এখন মারাত্মক বিদ্যুৎ বিভ্রাটের সম্মুখীন হচ্ছে।
এ ছাড়া সংকট মোকাবেলায় রাশিয়ার সঙ্গেও আলোচনা করছে শ্রীলঙ্কা সরকার।