বিশ্বজুড়ে তাপপ্রবাহ আরো বাড়ার পূর্বাভাস জাতিসংঘের
এশিয়া থেকে ইউরোপ বা আমেরিকা, বিশ্বের বেশির ভাগ অঞ্চল চরম তাপপ্রবাহে ফুটছে। প্রতিদিনই কোথাও না কোথাও পারদ অতিক্রম করছে আগের সব রেকর্ড। এমন পরিস্থিতিতে তাপপ্রবাহ আরো বাড়ার পূর্বাভাস দিয়েছে জাতিসংঘ।
তাপমাত্রা কমার কোন লক্ষণ নেই বলে গতকাল মঙ্গলবার (১৮ জুলাই) জানিয়েছে জাতিসংঘের বিশ্ব আবহাওয়া সংস্থা বা ডব্লিউএমও। সংস্থার তাপ বিষয়ক বিষযক উপদেষ্টা জন নায়ারন জেনেভায় বলেছেন, তাপমাত্রা আরো বাড়বে। বিশ্বকে আরো দাবদাহের জন্য প্রস্তুত হতে হবে।
সংস্থাটি জানায়, তাপপ্রবাহের তীব্রতার কারণে উত্তর আমেরিকা, এশিয়া, উত্তর আফ্রিকা ও ভূমধ্যসাগরে তাপমাত্রা আরো কয়েকদিন ৪০ ডিগ্রি সেলসিয়াসের ওপরে থাকবে।
এদিকে এশিয়া, ইউরোপ ও উত্তর আমেরিকায় জারি করা হয়েছে স্বাস্থ্য সতর্কতা। বিশ্বের বিভিন্ন অঞ্চলে জারি হয়েছে স্বাস্থ্য সতর্কতা। হাসপাতালে বেড়েছে রোগীর ভিড়। এ পরিস্থিতিতে বেশি করে পানি পান ও সূর্যের আলো থেকে দূরে থাকার পরামর্শ দেয়া হচ্ছে।