ব্রাজিল ও আর্জেন্টিনা নিয়ে ঝগড়ার জেরে বাবা খুন
হবিগঞ্জের বাহুবল উপজেলায় ব্রাজিল ও আর্জেন্টিনার সমর্থক দুই কিশোরের ঝগড়ার জেরে সংঘর্ষে এক কিশোরের বাবা টেটাবিদ্ধ হয়ে মারা গেছেন।
শনিবার (১০ ডিসেম্বর) দুপুরে উপজেলার আদিত্যপুর গ্রামে সংর্ঘষের ঘটনা ঘটে।
নিহত আব্দুস শহীদ বাহুবল উপজেলার আদিত্যপুর গ্রামের মৃত দেওয়ান আলীর ছেলে।
স্থানীয়দের বরাতে বাহুবল থানার পরিদর্শক (তদন্ত) প্রজিত কুমার দাশ জানান, শুক্রবার রাতে ব্রাজিল ও ক্রোয়েশিয়ার ম্যাচ নিয়ে আদিত্যপুর গ্রামের আব্দুস শহীদের ছেলে রোকন মিয়া ও একই গ্রামের টেনু মিয়ার ছেলে মোবাশ্বির সজিবের কথা কাটাকাটি হয়। এর মধ্যে রোকন আর্জেন্টিনা ও মোবাশ্বির ব্রাজিল সমর্থক।
তিনি জানান, শনিবার দুপুরে আবার তাদের মধ্যে ঝগড়া হয় এবং বড় আকারে ছড়িয়ে পড়ে। দুপক্ষের লোকজন দেশীয় অস্ত্র নিয়ে সংর্ঘষে জড়িয়ে পড়েন। এ সময় রোকন মিয়ার বাবা আব্দুস শহীদ টেটাবিদ্ধ হন। পরে হবিগঞ্জ সদর হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রকিবুল ইসলাম জানান, তিনি ঘটনাস্থল পরিদর্শন করেছেন। পরিস্থিতি নিয়ন্ত্রণে গ্রামে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। নিহতের ময়নাতদন্ত শেষে পরিবারের পক্ষ থেকে মামলা হবে।