ভারতের পাঞ্জাবে আদালত ভবনে বিস্ফোরণ, নিহত ২
ভারতের পাঞ্জাবের লুধিয়ানা জেলার একটি আদালত ভবনে বিস্ফোরণে কমপক্ষে দুজন মারা গেছে। আজ বৃহস্পতিবার দুপুর সাড়ে ১২টার দিকে এ দুর্ঘটনা ঘটে।
ভারতের গণমাধ্যম এনডিটিভির খবরে বলা হয়েছে, বিস্ফোরণে কমপক্ষে চারজন গুরুতর আহত হয়েছেন। ভবনের একটি শৌচাগারে এ বিস্ফোরণের ঘটনা ঘটে।
পুলিশ ওই ভবন ঘিরে রেখেছে। তবে কী কারণে এ বিস্ফোরণ, তা জানা যায়নি। পুলিশের পক্ষ থেকেও এ নিয়ে এখনো কিছু জানানো হয়নি।
পুলিশের পক্ষ থেকে বলা হয়েছে, তৃতীয় তলায় ওই বিস্ফোরণ হয়। এতে ওই ভবনের দেয়াল ও কাচ ভেঙে গেছে। অগ্নিনির্বাপণ বিভাগের কর্মীরা ঘটনাস্থলে রয়েছেন।
পাঞ্জাবের লুধিয়ানা শহরে যেখানে জেলা কমিশনারের কার্যালয়, তার পাশেই এ আদালত ভবন। এ আদালত ভবন ও কমিশনারের কার্যালয় শহরের কেন্দ্রে।
বার্তা সংস্থা এএনআইয়ের খবরে বলা হয়েছে, যখন এ বিস্ফোরণের ঘটনা ঘটে, তখন আদালতের কার্যক্রম চলছিল। যে ভবনে এ বিস্ফোরণের ঘটনা ঘটেছে, সেই ভবনে আটটি আদালতকক্ষ রয়েছে।