ভূমিকম্পে বিধ্বস্ত সিরিয়ার ফুরিয়ে আসছে মজুদ, ‘খাদ্য করিডোর’ খোলার আহ্বান
ভূমিকম্পে বিধ্বস্ত সিরিয়ার উত্তর-পশ্চিমাঞ্চলে ফুরিয়ে আসছে খাদ্যের মজুদ। ফলে জরুরি ভিত্তিতে সিরিয়া ও তুরস্কের মধ্যে আরো করিডোর খোলা প্রয়োজন বলে জানিয়েছে বিশ্ব খাদ্য কর্মসূচি (ডব্লিউএফপি)। শুক্রবার (১০ ফেব্রুয়ারি) এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা।
ডব্লিউএফপির মধ্যপ্রাচ্য, উত্তর আফ্রিকা ও পূর্ব ইউরোপের আঞ্চলিক প্রধান কোরিন ফ্লেশার সাংবাদিকদের বলেন, ‘আমরা বিরোধী নিয়ন্ত্রিত উত্তর-পশ্চিম সিরিয়ার দুর্গত মানুষের কাছে পৌঁছে গেছি। কিন্তু আমাদের খাদ্য ভাণ্ডার পুনরায় পূরণ করতে হবে। আমাদের মজুদ শেষ হয়ে যাচ্ছে’।
তিনি বলেন, ‘নতুন করে খাদ্য আনতে আমাদের সীমান্ত খুলতে হবে। একটি করিডোর এখনো খোলা আছে, কিন্তু আমাদের নতুন করিডোর প্রয়োজন হবে’।
বর্তমানে জাতিসংঘের সদস্যভুক্ত এই দুটি দেশের মধ্যে শুধুমাত্র একটি অনুমোদিত করিডোর রয়েছে, যার নাম বাব আল-হাওয়া। জাতিসংঘ জানিয়েছে, মানবিক সাহায্য নিয়ে তাদের একটি বহর বৃহস্পতিবার (০৯ ফেব্রুয়ারি) সিরিয়ায় প্রবেশ করেছে। কিন্তু ভূমিকম্পে ক্ষতিগ্রস্ত সড়কের কারণে বহরটি যথাসময়ে পৌঁছাতে পারেনি।
অপরদিকে তুর্কি সরকার বলেছে, তারা দুটি অতিরিক্ত করিডোরের মাধ্যমে মানবিক সাহায্য পাঠানোর অনুমোদন দিয়েছে। যদিও জাতিসংঘের কর্মকর্তারা জানিয়েছেন, বাব আল-হাওয়াই সেখানে একমাত্র কার্যকর পথ।