মারা গেলেন সাবেক জাতীয় ফুটবলার ফজলু
জাতীয় দলের সাবেক ফুটবলার আখতার হোসেন ফজলু ইন্তেকাল করেছেন। শুক্রবার যুক্তরাষ্ট্রের নিউইয়র্কের ব্রঙ্কক্স জেকবি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।
সত্তর ও আশির দশকে দেশের ঘরোয়া ফুটবলের পরিচিত মুখ ছিলেন ফজলু। খেলতেন স্ট্রাইকিং পজিশনে। ব্রাদার্সের হয়ে দীর্ঘদিন খেলেছেন। এরপর আবাহনীতে নাম লেখান সত্তর দশকের শেষের দিকে। সেখানে খেলেন কয়েক বছর। জাতীয় দলের হয়ে বেশ কয়েকটি ম্যাচ খেলেছেন ফজলু।
এরপর চলে যান যুক্তরাষ্ট্রে। সেখানেই থিতু হন। করোনা মহামারীর সময় আক্রান্ত হন ফজলু। পরবর্তীতে সুস্থ হলেও শরীরে দেখা দেয় বেশ কিছু জটিলতা। শারীরিক নানান জটিলতায় বেশ কয়েকমাস ধরেই অসুস্থ ছিলেন এই ফুটবলার। শেষে শুক্রবার শেষ নি:শ্বাস ত্যাগ করেন তিনি।
তার মৃত্যুতে শোক জানিয়েছেন সাবেক তারকা ফুটবলার আব্দুল গাফফারসহ মাঠের ফুটবলে তার সাবেক সতীর্থরা। এছাড়াও মোস্তফা হোসেন মুকুল, মোশারফ হোসেন, সাইদুর রহমান ডন ছাড়াও প্রবাসে থাকা তার সাবেক সতীর্থরা জানিয়েছেন শোক ও সমবেদনা।