Our Concern
Ruposhi Bangla
Hindusthan Surkhiyan
Radio Bangla FM
Third Eye Production
Anuswar Publication
Ruposhi Bangla Entertainment Limited
Shah Foundation
Street Children Foundation
October 11, 2024
হেডলাইন
Homeএকুশেযথাযোগ্য মর্যাদায় সারাদেশে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত

যথাযোগ্য মর্যাদায় সারাদেশে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত

যথাযোগ্য মর্যাদায় সারাদেশে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত

একুশের প্রথম প্রহর থেকেই কেন্দ্রীয় শহীদ মিনারসহ সারাদেশে শ্রদ্ধাবনত চিত্তে ভাষা শহীদদের স্মরণ করছে সমগ্র বাঙালি জাতি। বাংলাদেশের প্রতিটি জেলা ও উপজেলা শহীদ মিনারগুলোতে একুশের প্রথম প্রহর থেকেই শ্রদ্ধা জানাতে সাধারণ মানুষ ভিড় করে।
 
১৯৫২ সালের এই দিনে মাতৃভাষা বাংলার মর্যাদা রাখতে গিয়ে বুকের রক্ত ঢেলে দিয়েছিলেন বাংলার দামাল ছেলেরা।
 
চাঁদপুর থেকে বাসস সংবাদদাতা জানান, একুশের প্রথম প্রহরে ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়েছেন ভারপ্রাপ্ত জেলা প্রশাসকসহ সর্বস্তরের মানুষ এবং বিভিন্ন রাজনৈতিক সামাজিক সংগঠন।
 
ফেনী সংবাদদাতা জানান, ১৯৫২ সালে ভাষার জন্য শহীদ আবদুস সালামের স্মৃতির প্রতি শ্রদ্ধা জানাতে ফেনীর সালাম নগরে ভীড় জমিয়েছেন সর্বস্তরের মানুষ।
 
সকালে শহীদ মিনারে পুস্পমাল্য অর্পণ করেন ফেনী-৩ আসনের সংসদ সদস্য লে. জেনারেল (অবঃ) মাসুদ উদ্দিন চৌধুরী। এছাড়াও পুষ্পস্তবক অর্পণ করেন জেলা প্রশাসক মো. ওয়াহিদুজ্জামান, ভাষা শহীদ সালাম পরিবার, ভাষা শহীদ সালাম স্মৃতি পরিষদসহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থীবৃন্দ।
 
গাজীপুর সংবাদদাতা জানান, জেলায় যথাযোগ্য মর্যাদায় পালিত হচ্ছে মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস। দিবসটি উপলক্ষে একুশের প্রথম প্রহরে টঙ্গী কেন্দ্রীয় শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আলহাজ¦ মো. জাহিদ আহসান রাসেল, গাজীপুর মহানগর আওয়ামী লীগের সভাপতি আলহাজ¦ এড. আজমত উল্লা খান, আওয়ামীলীগ নেতা এড. ওয়াজ উদ্দিন মিয়া।
 
যশোর সংবাদদাতা জানান, যশোরে যথাযোগ্য মর্যাদায় মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত হয়েছে। একুশের প্রথম প্রহর রাত ১২টা ১ মিনিটে শহরের পুরাতন কসবাস্থ কেন্দ্রীয় শহীদ মিনারে জেলা প্রশাসনের পক্ষে জেলা প্রশাসক মোহাম্মাদ শফিউল আরিফ ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন। এরপর জেলার বিভিন্নস্তরের মানুষ শ্রদ্ধা নিবেন করেন।
 
জয়পুরহাট সংবাদদাতা জানান, যথাযোগ্য মর্যাদায় নানা কর্মসূচী আয়োজনের মধ্য দিয়ে জেলায় অমর একুশে ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালন করা হয়।
 
শহীদ ডা. আবুল কাশেম ময়দানের কেন্দ্রীয় শহীদ মিনারে শ্রদ্ধার্ঘ্য অর্পণসহ প্রভাতফেরীতে অংশ গ্রহণ করেন বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানসহ সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন।
 
মাগুরা সংবাদদাতা জানান, মাগুরায় যথাযথ মর্যাদায় শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত হচ্ছে। একুশের প্রথম প্রহরে সরকারি হোসেন শহীদ সোহরাওয়ার্দী কলেজের শহীদ মিনারে পুস্পস্তবক অর্পণ করেন মাগুরা-১ আসনের সংসদ সদস্য এডভোকেট সাইফুজ্জামান শিখর, জেলা প্রশাসক আশরাফুল আলম, পুলিশ সুপার খান মোহাম্মদ রেজোয়ান, জেলা পরিষদ চেয়ারম্যান পঙ্কজ কুন্ডু, জেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি আব্দুল ফাত্তাহ।
 
মেহেরপুর সংবাদদাতা জানান, অমর একুশের প্রথম প্রহরে জনপ্রশাসন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন, জেলা প্রশাসক মো আতাউল গনি, পুলিশ সুপার এসএম মুরাদ আলী একসাথে শহীদ বেদীতে পুষ্পমাল্য অর্পণ করেন।
 
নড়াইল সংবাদদাতা জানান, নড়াইলে একুশের প্রথম প্রহর শহরের শিল্পকলা একাডেমী সংলগ্ন কেন্দ্রীয় শহীদ মিনারে জেলা প্রশাসনের পক্ষে জেলা প্রশাসক আনজুমান আরা ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন। এরপর পুলিশ সুপার মোহাম্মাদ জসিম উদ্দিন, জেলা আওয়ামী লীগের সভাপতি অ্যাডভোকেট সুবাস চন্দ্র বোস, সাধারণ সম্পাদক ও সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান নিজাম উদ্দিন খান নিলু শহীদ বেদীতে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন।
 
নোয়াখালী সংবাদদাতা জানান, নোয়াখালীতে মহান একুশে ফেব্রুয়ারির প্রথম প্রহরে শহীদ মিনারে ভাষা শহীদদের প্রতি গভীর শ্রদ্ধাঞ্জলি নিবেদন করেছেন সর্বস্তরের মানুষ। রাত বারোটা এক মিনিটে জেলা প্রশাসনের পক্ষে জেলা প্রশাসক তন্ময় দাস, পুলিশ সুপার মো. আলমগীর হোসেন ফুল দিয়ে শ্রদ্ধা জানান।
Share With:
Rate This Article
No Comments

Leave A Comment