যুক্তরাষ্ট্রে নিযুক্ত রাষ্ট্রদূত শিন গ্যাংকে নতুন পররাষ্ট্রমন্ত্রী নিয়োগ চীনের
চীনের নতুন পররাষ্ট্রমন্ত্রী হিসেবে নিয়োগ পেয়েছেন শিন গ্যাং। শুক্রবার তাকে দেশটির পররাষ্ট্রমন্ত্রী হিসেবে নিয়োগ দেওয়া হয়। শিন গ্যাং বর্তমানে যুক্তরাষ্ট্রে চীনা রাষ্ট্রদূত হিসেবে দায়িত্ব পালন করছেন।
আল জাজিরার খবরে বলা হয়েছে, ৫৬ বছর বয়সী শিন গ্যাং বর্তমান পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ইর (৬৯) স্থলাভিষিক্ত হবেন।
ওয়াং ই-কে গত অক্টোবরে চীনা কমিউনিস্ট পার্টির কাউন্সিলে দলের পলিটব্যুরোর সদস্য মনোনীত করা হয়। বিশ্লেষকদের ধারণা, চীনের পররাষ্ট্র নীতিতে ওয়াং ই-কে আরও গুরুত্বপূর্ণ ভূমিকা আনতে তাকে দলীয় পলিটব্যুরোর সদস্য করা হয়েছে।
শিন গ্যাং যুক্তরাষ্ট্রে চীনা রাষ্ট্রদূতের দায়িত্ব পালনের আগে চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র হিসেবে কাজ করেছেন। দায়িত্ব পালন করেছেন যুক্তরাজ্যের চীনা দূতাবাসেও। ২০১৪ থেকে ২০১৮ সাল পর্যন্ত তিনি শি জিনপিংয়ের চিফ প্রটোকল অফিসার হিসেবেও কাজ করেছেন।
পররাষ্ট্রমন্ত্রী হিসেবে নিয়োগ পাওয়ায় শিন গ্যাং এখন যুক্তরাষ্ট্রে তার ১৭ মাসের দায়িত্বপালন শেষে বেইজিং ফিরবেন। তিনি যুক্তরাষ্ট্রে চীনের ১১তম রাষ্ট্রদূত ছিলেন।
ওয়াং-ই চীনের ১১তম পররাষ্ট্রমন্ত্রী হিসেবে দায়িত্ব গ্রহণ করেছিলেন ২০১৩ সালের ১৬ মার্চ। এর আগে তিনি চীনের তাইওয়ান বিষয়ক অফিসের পরিচালক এবং জাপানে চীনা রাষ্ট্রদূত হিসেবে দায়িত্ব পালন করেছেন।