রাহুল গান্ধীর হেলিকপ্টারে তল্লাশি
ভারতের প্রধান বিরোধী দল কংগ্রেসের নেতা রাহুল গান্ধীর হেলিকপ্টারে তল্লাশি চালিয়েছে দেশটির নির্বাচন কমিশন। গতকাল সোমবার কেরালায় নিজ লোকসভা আসনে প্রচারকাজ সারতে যান রাহুল। কেরালায় যাত্রাকালে তাকে বহনকারী হেলিকপ্টারে তল্লাশি অভিযান চালিয়েছেন নির্বাচনী কর্মকর্তারা।
ভারতের গণমাধ্যমগুলোতে বলা হচ্ছে, দক্ষিণ ভারতের রাজ্য কেরালায় রাহুল গান্ধী যে হেলিকপ্টারে চেপে গিয়েছিলেন, সেটিতেই তল্লাশি হয়। হেলিকপ্টার অবতরণ করার পর ফ্লাইং স্কোয়াডের কর্মকর্তারা তল্লাশি চালান।
কেরালার ওয়েনাড লোকসভা আসন থেকে প্রতিদ্বন্দ্বিতা করছেন রাহুল গান্ধী। এই আসনে ভোটগ্রহণ আগামী ২৬ এপ্রিল। ২০১৯ সালের নির্বাচনে একমাত্র ওয়েনাড থেকে জিতেছিলেন রাহুল। উত্তরপ্রদেশের আমেথি কেন্দ্র থেকে হেরেছিলেন তিনি। গতকাল তিনি ওয়েনাডে শোভাযাত্রা করেন।
আসন্ন লোকসভা নির্বাচন শুরু হওয়ার আগে বিরোধী নেতারা বারবার অভিযোগ করছেন, বিজেপি ক্ষমতা ব্যবহার করে বিরোধী নেতাদের হয়রানি করছে।
তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় মহাসচিব অভিষেক বন্দ্যোপাধ্যায়ের হেলিকপ্টারেও তল্লাশি চালিয়েছিলেন আয়কর কর্মকর্তারা।