Our Concern
Ruposhi Bangla
Hindusthan Surkhiyan
Radio Bangla FM
Third Eye Production
Anuswar Publication
Ruposhi Bangla Entertainment Limited
Shah Foundation
Street Children Foundation
December 10, 2024
হেডলাইন
Homeআন্তর্জাতিকলন্ডনে ভারতীয় হাইকমিশনের বাইরে অভূতপূর্ব নিরাপত্তা

লন্ডনে ভারতীয় হাইকমিশনের বাইরে অভূতপূর্ব নিরাপত্তা

লন্ডনে ভারতীয় হাইকমিশনের বাইরে অভূতপূর্ব নিরাপত্তা

খালিস্তান সমর্থকদের সম্ভাব্য বিক্ষোভের আশঙ্কায় বুধবার কেন্দ্রীয় লন্ডনে ভারতীয় হাইকমিশনের বাইরে অভূতপূর্ব নিরাপত্তা ব্যবস্থা দেখা গেছে। কয়েক ডজন ইউনিফর্মধারী কর্মকর্তা ইন্ডিয়া হাউস নামে পরিচিত ভবনটির বাইরে অবস্থান করছিল। এছাড়া ঘোড়ায় চড়ে পুলিশ রাস্তায় টহল দিয়েছে এবং ফুটপাতে ব্যারিকেড বসানো হয়েছে।

পাঞ্জাবে খালিস্তানপন্থী নেতা অমৃতপাল সিং-কে আটক করার জন্য পুলিশের অভিযানের প্রতিবাদে রোববার লন্ডনে ভারতীয় হাই কমিশনের সামনে খালিস্তানপন্থী সংগঠনগুলো বিক্ষোভ দেখায়। একজন বিক্ষোভকারী দূতাবাসের প্রবেশপথে টাঙানো ভারতের তেরঙা জাতীয় পতাকা টেনে নামিয়ে ফেলেছিল। এছাড়া দূতাবাস ভবনের কাঁচও ভেঙেছিল বিক্ষোভকারীরা। এ ঘটনার পর নয়াদিল্লিতে নিযুক্ত এক শীর্ষ ব্রিটিশ কূটনীতিককে তলব করে এবং লন্ডনে ভারত দূতাবাসের সামনে নিরাপত্তা কেন জোরদার ছিল না তার ব্যাখ্যা চায়।

এনডিটিভি অনলাইন জানিয়েছে, বুধবার লন্ডনে ভারতীয় দূতাবাসের বাইরে কঠোর নিরাপত্তা ব্যবস্থা ছিল। ভারতীয় মিশনের অভ্যন্তরে কর্মকর্তারা যথারীতি কাজ করছিলেন।

শীর্ষ ব্রিটিশ কর্মকর্তারা জানিয়েছেন, ভারতীয় হাইকমিশনের নিরাপত্তার বিষয়টি ‘গুরুত্বের’ সঙ্গে নিচ্ছে যুক্তরাজ্য সরকার।

Share With:
Rate This Article
No Comments

Leave A Comment