শাহ্ গ্রুপের সহযােগিতায় বাংলা একাডেমিতে বাংলাদেশ রাইটার্স ক্লাবের আলোচনা সভা
নিউ ইয়র্ক ভিত্তিক প্রতিষ্ঠান শাহ্ গ্রুপের সহযােগিতায় বাংলা একাডেমিতে বাংলাদেশ রাইটার্স ক্লাব এক আলোচনা সভার আয়োজন করেছে।
আগামী ২৫ ফেব্রুয়ারি, শুক্রবার বিকাল ৩টায় বাংলা একাডেমির কবি শামসুর রাহমান সেমিনার কক্ষে ‘বাংলার বিশ্বায়ন ও মুক্তধারা নিউ ইয়র্ক’ শীর্ষক এই আলোচনা সভায় আলোচক হিসেবে থাকবেন জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উদ্যাপন জাতীয় বাস্তবায়ন কমিটির প্রধান সমন্বয়ক কবি কামাল চৌধুরী, বঙ্গবন্ধু জাদুঘরের কিউরেটর নজরুল ইসলাম খান, নাট্যজন রামেন্দু মজুমদার, বিশিষ্ট অর্থনীতিবিদ ড. আতিউর রহমান, বাংলা একাডেমির মহাপরিচালক কবি মুহম্মদ নূরুল হুদা, বিটিআরসির চেয়ারম্যান শ্যামসুন্দর সিকদার, জাতীয় গ্রন্থকেন্দ্রের পরিচালক মিনার মনসুর, কথাসাহিত্যিক ও মুক্তধারা ফাউন্ডেশনের চেয়ারম্যান ফেরদৌস সাজেদীন, কবি ও কথাসাহিত্যিক ইকবাল হাসান, বাংলাদেশ জ্ঞান ও সৃজনশীল প্রকাশক সমিতির সভাপতি ফরিদ আহমেদ, বাংলাদেশ পুস্তক প্রকাশক ও বিক্রেতা সমিতি সভাপতি মাে. আরিফ হােসেন ছােটন, অভিনেতা ও পরিচালক মাহফুজ আহমেদ, শিল্পী ও সাংবাদিক নবনীতা চৌধুরী।
প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন সংস্কৃতি বিষয়ক প্রতিমন্ত্রী কে এম খালিদ। এছাড়া সভাপতি হিসেবে উপস্থিত থাকবেন বাংলা একাডেমির সভাপতি কথাসাহিত্যিক সেলিনা হােসেন। আমন্ত্রিত অতিথি হিসেবে থাকবেন মুক্তধারা নিউ ইয়র্কের প্রতিষ্ঠাতা বিশ্বজিত সাহা।
বিজ্ঞপ্তি