শ্রীলঙ্কায় নিষিদ্ধ হচ্ছে বোরকা
জননিরাপত্তার কারণ দেখিয়ে বোরকা পরা নিষিদ্ধ করতে যাচ্ছে শ্রীলঙ্কা সরকার। বুধবার (২৮ এপ্রিল) বৌদ্ধপ্রধান দেশটির ক্যাবিনেট বৈঠকে মুখ ঢাকা বোরকা নিষিদ্ধের প্রস্তাব রাখা হয়।
জাতিসংঘের বিশেষজ্ঞ দল এ সিদ্ধান্তকে আন্তর্জাতিক আইনের পরিপন্থী উল্লেখ করলেও শ্রীলঙ্কার মন্ত্রিপরিষদ এ সিদ্ধান্তকে অনুমোদন দিয়েছে।
বুধবার রাতে শ্রীলঙ্কার জননিরাপত্তামন্ত্রী শরদ বীরাসেকারা ফেসবুক পোস্টে জানান, মুখমণ্ডল ঢাকা পড়ে এমন বোরকাসহ সব পরিধান এবার নিষিদ্ধ করা হবে।
সংবাদমাধ্যম আল-জাজিরা জানায়, অ্যাটর্নি জেনারেলের অনুমোদনের পর আইন জারির উদ্দেশ্যে এই প্রস্তাব সংসদে তোলা হবে। সেখানে সংখ্যাগরিষ্ঠ এমপিদের ভোট পড়লেই শ্রীলঙ্কায় মুখঢাকা বোরকা পরিধান নিষিদ্ধ হবে।
পার্লামেন্টে ক্ষমতাসীন দলের সংখ্যাগরিষ্ঠতা থাকায় এই প্রস্তাব পাস হওয়ার সম্ভাবনাই বেশি। এর আগে ২০১৯ সালে বড়দিনে সন্ত্রাসী হামলার পর সাময়িকভাবে বোরকা নিষিদ্ধ করে শ্রীলঙ্কা। এবার সেই সিদ্ধান্তকেই আইনে পরিণত করা হচ্ছে।❐