Our Concern
Ruposhi Bangla
Hindusthan Surkhiyan
Radio Bangla FM
Third Eye Production
Anuswar Publication
Ruposhi Bangla Entertainment Limited
Shah Foundation
Street Children Foundation
July 23, 2024
Homeভারতসবজি বিক্রেতার সঙ্গে খাবার খেলেন রাহুল

সবজি বিক্রেতার সঙ্গে খাবার খেলেন রাহুল

সবজি বিক্রেতার সঙ্গে খাবার খেলেন রাহুল

সবজি বিক্রেতা ও তার পরিবারের সঙ্গে দেখা করে একসঙ্গে বসে খাবার খেলেন কংগ্রেস নেতা রাহুল গান্ধী। শুক্রবার (১৮ আগস্ট) এ সংক্রান্ত একটি ভিডিও শেয়ার করেন তিনি। যা ভাইরাল হয়েছে।

গত ১৪ আগস্ট (সোমবার) রামেশ্বর এবং তার পরিবারের সঙ্গে দিল্লির বাড়িতে দেখা করেন রাহুল। ভিডিওটি পোস্ট করে তিনি লেখেন, ‘বর্তমানে যেসব বিষয় নিয়ে তর্ক-বিতর্ক চলছে, রামেশ্বরজির যন্ত্রণা, জীবনের চ্যালেঞ্জ তার থেকে অনেক আলাদা। তাদের লড়াই ও পরিশ্রমের কথা শোনা আমাদের নৈতিক কর্তব্য।

ভিডিওতে হাসি মুখে খাবার খেতে খেতে রাহুল সঙ্গে গল্প করতে দেখা যায় রামেশ্বরকে। সম্প্রতি টমেটোর মূল্য বৃদ্ধি পাওয়ায় কীভাবে সমস্যায় পড়েছেন, রাহুলকে সেসব কথা খুলে বলেছেন রামেশ্বর।

এদিকে এ ঘটনার পর রাহুলের প্রশংসা করে কংগ্রেস নেতারা বলছেন, এই দৃশ্যেই স্পষ্ট, মানুষে মানুষে ভেদাভেদ করেন না রাহুল গান্ধী। আমজনতার সঙ্গে প্রাণ খুলে মিশতে জানেন তিনি।

কর্ণাটকে নির্বাচনী প্রচারে ডেলিভারি বয়ের বাইকে ঘুরে চমক দিয়েছিলেন রাহুল গান্ধী। আবার সংসদ সদস্য পদ হারিয়েও ট্রাকচালকদের অভাব অভিযোগ বুঝতে তিনি আম্বালায় রাতভর ট্রাকে চেপেই ঘুরেছিলেন। আবার কখনও গ্যারেজে ঢুকে মেকানিকের ভূমিকাতেও অবতীর্ণ হয়েছেন ওয়ানড়ের এমপি।

Share With:
Rate This Article
No Comments

Leave A Comment