সিরিয়ায় হামলা ইরানের জন্য সতর্কবার্তা: বাইডেন
সিরিয়ায় রকেট হামলার মধ্যে দিয়ে ইরানকে সতর্কতামূলক বার্তা পাঠানো হয়েছে বলে জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন।
তবে ক্ষমতা গ্রহণের মাত্র ৩৩ দিনের মাথায় মধ্যপ্রাচ্যে বোমা বর্ষণের ঘটনায় রীতিমতো নিজ দল ও বিরোধীদের তোপের মুখে পড়েছেন তিনি।
এ হামলার নিন্দা জানিয়েছে রাশিয়াও। এদিকে আলোচিত সাংবাদিক জামাল খাশোগি হত্যাকাণ্ড নিয়ে মার্কিন গোয়েন্দা সংস্থার তদন্ত প্রতিবেদন প্রত্যাখ্যান করেছে সৌদি আরব।
এক বিবৃতিতে ওই প্রতিবেদনকে ভুয়া ও মনগড়া আখ্যা দেয় দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়। এর আগে মার্কিন গোয়েন্দা সংস্থার প্রকাশিত প্রতিবেদনে বলা হয়, সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমানের অনুমতিতেই খাশোগিকে হত্যা করা হয়।❐