স্কুলছাত্রীকে ‘ধর্ষণের’ ভিডিও ফেসবুকে, ভাইবোন গ্রেপ্তার
পিরোজপুরের ইন্দুরকানীতে নবম শ্রেণির এক ছাত্রীকে ধর্ষণের পর তার ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ছড়িয়ে দেওয়ার অভিযোগে করা মামলায় ভাইবোনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
শুক্রবার (২৫ নভেম্বর) দুপুরে গ্রেপ্তার দুজনকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে বলে জানিয়েছেন ইন্দুরকানী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. এনামুল হক।
গ্রেফতার দুজন হলেন ২০ বছর বয়সী হৃদয় ব্যাপারী ও তার বড় বোন ২৩ বছর বয়সী শিখা সরকার।
এজাহারে বলা হয়, পিরোজপুরের ইন্দুরকানীতে নবম শ্রেণির ওই শিক্ষার্থীকে উত্ত্যক্ত করতেন স্থানীয় হৃদয় ব্যাপারী। দুইজনের মধ্যে প্রেমের সম্পর্কের এক পর্যায়ে হৃদয় তার ভগ্নিপতির বাড়িতে ডেকে নিয়ে কিশোরীকে ধর্ষণ করে তার ভিডিও করেন। পরে ভিডিও ইন্টারনেটে ছড়িয়ে দেওয়ার হুমকি দিয়ে আবারও ধর্ষণ করতে চায়। পরে হৃদয় একটি ফেসবুক আইডি খুলে সেখানে ভিডিওটি ছড়িয়ে দেন। পরে ওই কিশোরীর বাবা ৩ জনকে আসামি করে নারী শিশু নির্যাতন দমন ও পর্নোগ্রাফি নিয়ন্ত্রণ আইনে মামলা করেন।
মামলার পর পুলিশ অভিযুক্ত হৃদয় ও তার বোনকে বৃহষ্পতিবার রাতে গ্রেপ্তার করে।
ওসি এনামুল হক বলেন, ‘ভুক্তভোগীর পিতা বৃহষ্পতিবার রাতে মামলা করেছেন। পরে আমরা হৃদয় ও তার বড় বোন শিখাকে গ্রেপ্তার করেছি। তাদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানেরা হয়েছে। আরেক আসামি সুব্রত সরকারকে গ্রেপ্তারের চেষ্টা চলছে।’