স্থায়ীভাবে বন্ধ হয়ে গেল ভারতে আফগান দূতাবাস
ভারতের সাথে বিরোধের জেরে আফগানিস্তান স্থায়ীভাবে বন্ধ করে দিয়েছে দিল্লির দূতাবাস। আফগান সরকারের দাবি, ভারত সরকারের ক্রমাগত অসহযোগিতার কারণেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
ভারতের সাথে আফগানিস্তানের সম্পর্ক দীর্ঘদিনের। কিন্তু ২০২১ সালে তালিবান ক্ষমতায় আসার পর থেকেই এই সম্পর্ক টানাপোড়েন চলছে। ভারত আফগানিস্তানের বর্তমান তালিবান সরকারকে স্বীকৃতি দেয়নি। ফলে, দিল্লি ও কাবুলের মধ্যে কূটনৈতিক যোগাযোগে টানাপোড়েন চলছে।
এই পরিস্থিতিতে, আফগানিস্তান সরকারের দাবি, ভারত সরকার আফগান দূতাবাসকে যথেষ্ট সহযোগিতা করছে না। কূটনীতিকদের ভিসা পুনর্নবীকরণ, দূতাবাসের কার্যক্রম পরিচালনায় আর্থিক সহায়তা ইত্যাদি ক্ষেত্রে ভারত সরকারের অসহযোগিতার কারণে আফগান দূতাবাসের কাজকর্ম চালানো কঠিন হয়ে পড়েছে।
গত ৩০ সেপ্টেম্বর থেকেই আফগান দূতাবাসের সব কাজ বন্ধ করে দেওয়া হয়েছিল।
আফগান সরকারের বিবৃতিতে বলা হয়েছে, “আফগানিস্তান ও ভারতের দীর্ঘ সম্পর্ককে মর্যাদা দিয়েই গভীর অনুতাপ ও হতাশার সঙ্গে নয়া দিল্লির আফগান দূতাবাস বন্ধের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।”