ডিএসইতে বিদেশি বিনিয়োগকারীদের নিট বিক্রি কমেছে ১৮ শতাংশ
২০১৮ সালের তুলনায় ২০১৯ সালে বিদেশি বিনিয়োগকারীদের নিট বিক্রির পরিমাণ কমেছে ১০৪ কোটি ৯৬ লাখ টাকা বা ১৮ শতাংশ। ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।
ডিএসইর তথ্য অনুযায়ি, ২০১৮ সালে বিদেশি বিনিয়োগকারীদের কেনার চেয়ে ৫৯৩ কোটি ১৩ লাখ টাকার বিক্রির পরিমাণ বেশি ছিল। যা ২০১৯ সালে কমে এসেছে ৪৮৮ কোটি ১৭ লাখ টাকায়। এ হিসাবে নিট বিক্রির পরিমাণ কমেছে ১০৪ কোটি ৯৬ লাখ টাকা বা ১৮ শতাংশ।
এদিকে ২০১৯ সালে বিদেশিদের লেনদেনের পরিমাণ কমেছে ১ হাজার ৭৪০ কোটি ১৬ লাখ টাকা বা ১৮ শতাংশ। এ বছরে লেনদেনের পরিমাণ হয়েছে ৭ হাজার ৮৪৫ কোটি ৪৫ লাখ টাকা। যার পরিমাণ আগের বছর ছিল ৯ হাজার ৫৮৫ কোটি ৬১ লাখ টাকা।
২০১৯ সালে বিদেশি বিনিয়োগকারীরা ৩ হাজার ৬৭৮ কোটি ৬৪ লাখ টাকার শেয়ার ও ইউনিট কেনেন। আর বিক্রি করেন ৪ হাজার ১৬৬ কোটি ৮১ লাখ টাকার৷ অর্থাৎ বিক্রির চেয়ে কেনার পরিমাণ কম ছিল ৪৮৮ কোটি ১৭ লাখ টাকা বা ১২ শতাংশ।
অপরদিকে ২০১৮ সালে বিদেশি বিনিয়োগকারীদের কেনার পরিমাণ ছিল ৪ হাজার ৪৯৬ কোটি ২৪ লাখ টাকার। আর বিক্রির পরিমাণ ছিল ৫ হাজার ৮৯ কোটি ৩৭ লাখ টাকা৷ এ হিসাবে কেনার পরিমাণ কম ছিল ৫৯৩ কোটি ১৩ লাখ টাকা বা ১২ শতাংশ।