Our Concern
Ruposhi Bangla
Hindusthan Surkhiyan
Radio Bangla FM
Third Eye Production
Anuswar Publication
Ruposhi Bangla Entertainment Limited
Shah Foundation
Street Children Foundation
May 23, 2024
Homeবাংলাদেশনার্সদের বিশেষ সম্মানী ভাতা বাবদ ৪ কোটি টাকা বরাদ্দ

নার্সদের বিশেষ সম্মানী ভাতা বাবদ ৪ কোটি টাকা বরাদ্দ

নার্সদের বিশেষ সম্মানী ভাতা বাবদ ৪ কোটি টাকা বরাদ্দ

১৪ জুন স্বাস্থ্য সেবা বিভাগের সিনিয়র সহকারী সচিব সুশীল কুমার পাল স্বাক্ষরিত এক চিঠিতে কোভিড-১৯ ডেডিকেটেড ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের করোনা ইউনিটে কর্মরত সব নার্সের অনুকূলে সম্মানী ভাতার অর্থ বরাদ্দের নির্দেশনা প্রদান করা হয়।

১ হাজার ১৮৩ জন নার্স কর্মকর্তার অনুকূলে ৪ কোটি ৭২ লাখ ৮৯ হাজার ৯৪০ টাকা বরাদ্দ দেওয়া হয়েছে। ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল নাজমুল হক কোভিড-১৯ ডেডিকেটেড ইউনিটে কর্মরত নার্সদের নাম যাচাই-বাছাই শেষে নার্সিং ও মিডওয়াইফারি অধিদপ্তরে তালিকা পাঠান। অধিদপ্তরের মহাপরিচালক সিদ্দিকা আক্তারের নিরলস প্রচেষ্টায় ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালসহ প্রত্যেকটি কোভিড-১৯ ডেডিকেটেড হাসপাতালের নার্সদের ঐ বিশেষ ভাতা প্রদানের জন্য নিরলসভাবে কাজ করে যাচ্ছে অধিদপ্তর।

স্বাস্থ্যমন্ত্রীর নির্দেশনায় স্বাস্থ্য সেবা বিভাগের সচিবের তত্ত্বাবধানে ঐ সম্মানী ভাতা প্রদানের কাজ প্রায় শেষের দিকে। সব কোভিড-১৯ ডেডিকেটেড হাসপাতালের নার্সিং কর্মকর্তারা যেন সম্মানী ভাতা পান এই বিষয়ে স্বাস্থ্য সেবা বিভাগ এবং নার্সিং ও মিডওয়াইফারি অধিদপ্তর সর্বদা তত্পর রয়েছে।

নার্স দরদি প্রধানমন্ত্রী, স্বাস্থ্যমন্ত্রী, স্বাস্থ্য সচিব এবং নার্সিং ও মিডওয়াইফারি অধিদপ্তরের মহাপরিচালকসহ সংশ্লিষ্ট সবাইকে নার্স নেতৃবৃন্দ ধন্যবাদ জানিয়েছেন। বাংলাদেশ নার্সেস অ্যাসোসিয়েশন ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতাল শাখার সভাপতি মোহাম্মদ কামাল হোসেন পাটওয়ারী জানান, আমি নার্স দরদি প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে কৃতজ্ঞতা ও ধন্যবাদ জ্ঞাপন করছি।

Share With:
Rate This Article
No Comments

Leave A Comment