Our Concern
Ruposhi Bangla
Hindusthan Surkhiyan
Radio Bangla FM
Third Eye Production
Anuswar Publication
Ruposhi Bangla Entertainment Limited
Shah Foundation
Street Children Foundation
May 21, 2024
HomeUncategorized১৫ জানুয়ারি চীনের সঙ্গে প্রথম বাণিজ্য: চুক্তি ট্রাম্প

১৫ জানুয়ারি চীনের সঙ্গে প্রথম বাণিজ্য: চুক্তি ট্রাম্প

১৫ জানুয়ারি চীনের সঙ্গে প্রথম বাণিজ্য: চুক্তি ট্রাম্প

চীনের সঙ্গে যুক্তরাষ্ট্রের প্রথম দফা বাণিজ্য চুক্তির তারিখ ঘোষণা করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। মঙ্গলবার টুইটারে দেওয়া এক পোস্টে তিনি জানিয়েছেন, আগামী ১৫ জানুয়ারি দুই দেশের মধ্যে এ চুক্তি স্বাক্ষরিত হবে।
 
টুইটে ট্রাম্প বলেন, আগামী ১৫ জানুয়ারি চীনের সঙ্গে বড় পরিসরে প্রথম দফা বাণিজ্য চুক্তিতে স্বাক্ষর করব। হোয়াইট হাউসে এই অনুষ্ঠান হবে। চীনের উচ্চ পর্যায়ের প্রতিনিধিরা এতে উপস্থিত থাকবেন। পরবর্তী তারিখে আমি বেইজিং যাব। সেখানে দ্বিতীয় ধাপের আলোচনা শুরু হবে!
 
টুইটারে দেওয়া পোস্টে চুক্তির বিস্তারিত জানান নি ট্রাম্প। তবে রয়টার্স জানিয়েছে, প্রাথমিক চুক্তির আওতায় যুক্তরাষ্ট্র থেকে আরও বেশি কৃষিজাত পণ্য আমদানিতে সম্মত হয়েছে বেইজিং। ২০১৯ সালের ৩০ ডিসেম্বর বেইজিং-এর এক পদক্ষেপে বিষয়টি আরও পরিষ্কার হয়। ওইদিন যুক্তরাষ্ট্র থেকে জেনেটিক্যালি মোডিফায়েড (জিএম) পদ্ধতির দুই শস্য আমদানির অনুমতি দেয় চীন। শস্য দুইটি হচ্ছে সয়াবিন ও পেপে। একইসঙ্গে পুরনো ১০টি জিএম শস্যের অনুমোদন নবায়ন করা হয়। এর ফলে যুক্তরাষ্ট্রের কাছ থেকে চীনের কৃষিজাত আমদানির পরিমাণ আরও বাড়বে।
 
২০১৯ সালের ডিসেম্বরের গোড়ার দিকে দুই দেশের মধ্যে প্রথম ধাপের বাণিজ্য চুক্তি স্বাক্ষরে সম্মত হয় যুক্তরাষ্ট্র ও চীন। ওই সময়ে যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে ইতোপূর্বে চীনকে আরও স্বচ্ছ, সময়োপযোগী ও বৈজ্ঞানিক পদ্ধতির ওপর ভিত্তি করে তার জিএম ফসল আমদানির আবেদন প্রক্রিয়া পরিবর্তনের আহ্বান জানানো হয়েছিল। মূলত এরপরই নতুন করে মার্কিন দুই জিএম শস্য আমদানির সুযোগ দেওয়ার সিদ্ধান্ত নেয় বেইজিং।
 
চীনে নতুন করে আমদানির অনুমোদন পাওয়া জিএম পদ্ধতির সয়াবিন ও পেপের দুইটি জাতের উন্নয়ন করেছে যুক্তরাষ্ট্রের কৃষি বিভাগ ও হাওয়াই ইউনিভার্সিটি। 
সূত্র: রয়টার্স।
Share With:
Rate This Article
No Comments

Leave A Comment