সুদানে ১৩ দিনের সংঘাতে নিহত ৫১২
ক্ষমতা নিয়ন্ত্রণকে কেন্দ্র করে সুদানে সেনা ও আধা সামরিক বাহিনী র্যাপিড সাপোর্ট ফোর্সের (আরএসএফ) মধ্যে তুমুল লড়াইয়ে ৫১২ জন নিহত হয়েছেন। সংঘর্ষে আহত হয়েছেন ৪ হাজার ১৯৩ জন। সুদানের স্বাস্থ্য মন্ত্রণালয়ের বরাতে বৃহস্পতিবার এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে বিবিসি।
এদিকে আল-জাজিরার প্রতিবেদনে বলা হয়েছে, ৭২ ঘণ্টার যুদ্ধবিরতি শেষে ফের সংঘর্ষে জড়িয়েছে দুই পক্ষ। বিমান হামলায় কেঁপে কেঁপে উঠছে রাজধানী খার্তুম।
বিভিন্ন দেশ তাদের আটকে পড়া নাগরিকদের ফেরাতে কাজ শুরু করেছে। ১ হাজার ৩০০ জন নাগরিককে ফিরিয়ে এনেছে চীন। চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের বরাতে এক প্রতিবেদনে জানিয়েছে আল-জাজিরা।
গত ১৫ এপ্রিল থেকে শুরু হওয়া এ সংঘাত এখনো চলছে। এই যুদ্ধের একপক্ষে রয়েছেন সেনাপ্রধান জেনারেল আবদেল ফাত্তাহ আল-বুরহান। অপর পক্ষে রয়েছেন আরএসএফের প্রধান জেনারেল মোহাম্মদ হামদান দাগালো ওরফে হেমেদতি। যুদ্ধে হাসপাতালসহ অনেক জরুরি অবকাঠামো ক্ষতিগ্রস্ত হয়েছে। সুদানের রাজধানী খার্তুমে লাখ লাখ মানুষ আটকা পড়েছে। সেখানে খাদ্য ও পানির তীব্র সংকট দেখা দিয়েছে।
জাতিসংঘের মহাসচিব আন্তোনিও গুতেরেস বলেছেন, লোহিত সাগর, হর্ন অব আফ্রিকা ও সাহেল অঞ্চলের পার্শ্ববর্তী দেশ সুদানের সহিংসতা ক্রমেই বিপর্যয়কর পরিস্থিতির দিকে যাচ্ছে। এই সহিংসতা সুদানের বাইরেও ছড়িয়ে পড়তে পারে।